
ছবিঃ সিএনআই
তোফাজ্জল হোসেন বাবু,পাবনাঃ পাবনার সুজানগরে পুলিশের পোশাক পড়ে ঘোরাফেরা করার অপরাধে তফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার কুড়িপাড়া মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তফিজ একই এলাকার হেমরাজপুর গ্রামের মৃত-জহির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, ওইদিন দুপুর ১২টার দিকে ওই তফিজ পুলিশের পোশাক এবং ক্যাপ পড়ে কুড়িপাড়া মোড়ে ঘোরাফেরা করছিল। এ সময় এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে নিয়োজিত টহলরত সুজানগর থানার এসআই রাশিদুল ইসলাম ও এসআই রেজাউল করিম তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পিস্তল রাখার একটি কভার ও একটি টর্চলাইট জব্দ করা হয়। এলাকাবাসী জানান, ওই তফিজ ঢাকার একটি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেন। তবে তিনি মানসিকভাবে একটু অসুস্থ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাননান্ বলেন ওই তফিজ কেন এবং কি উদ্দেশ্যে পুলিশের পোশাক এবং ক্যাপ পড়েছে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেল...
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ পেছানোর ...
ঝিনাইদহ: দীর্ঘ দিন ধরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা স্বাস...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা...
মন্তব্য ( ০)