
ছবিঃ সিএনআই
মো: সোহেল রানা খান, মানিকগঞ্জ: মানিকগঞ্জে পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আরশেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তারই দুই ছেলে। রবিবার সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর উকিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলেসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, বড় ছেলের স্ত্রী সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫), তার স্ত্রী রুমা (২৫) ও নাতি মোহাম্মদ আহাদ (২৫)। ঘটনার পর থেকে বড় ছেলে পলাতক রয়েছে।
জানা গেছে, ১৫/২০ দিন আগে নিহত আরশেদ আলী বাড়ির পাশে চর উকিয়ারা জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিক ভাবে দান করে। জমি দানকে কেন্দ্র করে ছেলেদের সাথে তার কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের বড় ছেলে মো. খবির হোসেন, বড় ছেলের স্ত্রী সাহেরা, ছোট ছেলে মো. খোরশেদ আলী, তার স্ত্রী রুমা, নাতি মোহাম্মদ আহাদ আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করে।
মানিকগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানায়, বেলা ১১ টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেল...
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ পেছানোর ...
ঝিনাইদহ: দীর্ঘ দিন ধরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা স্বাস...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা...
মন্তব্য ( ০)