• আন্তর্জাতিক
  • লিড নিউজ

ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩১:২০

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। তারা মার্কিন গণতন্ত্রের শত্রু।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।  

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের উজ্জীবিতি করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের  গণতন্ত্রের জন্য হুমকি।  

ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার কথা উল্লেখ করে বাইডেন বলেন,  যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই।

বাইডেন এসময় মূলধারার রিপাবলিকানদেরকে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান এবং ট্রাম্পের রাজনীতির ব্র্যান্ডকে প্রত্যাখ্যান করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন।  

বাইডেন বলেন, দীর্ঘদিন ধরে, আমরা নিজেদেরকে আশ্বস্ত করেছি যে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের নিশ্চয়তা রয়েছে। কিন্তু তা নয়। আমাদের এটা রক্ষা করতে হবে। এটা রক্ষা করুন।  

মন্তব্য ( ০)





  • company_logo