• আন্তর্জাতিক

ভারতে আবারও জেগে উঠছে কৃষক আন্দোলন

  • আন্তর্জাতিক
  • ২২ আগস্ট, ২০২২ ২৩:৪০:১০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কর্মসংস্থান ও ন্যায্যমূল্যের দাবিতে ফের আন্দোলন শুরু করেছে ভারতের কৃষকরা। বিভিন্ন রাজ্য থেকে শত শত কৃষক সোমবার দিল্লির যন্তর মন্তরে হাজির হয়ে ‘মহাপঞ্চায়েত’ বিক্ষোভ করেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে পুলিশ। বিক্ষোভের সময় কয়েকজন কৃষককে আটক করা হয়েছে।

এনডিটিভি জানায়, ভারতে ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদে নিয়ে ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) সহ কিছু কৃষক সংগঠন এই মহাপঞ্চায়েত ডেকেছে। বিক্ষোভের সময় কৃষকদের পুলিশ ব্যারিকেড তুলে দিয়ে দাবি আদায়ে স্লোগান দিতে দেখা গেছে।

এসময় রেলওয়ে, ট্র্যাক, বাস স্টেশন ও মেট্রো স্টেশনে ব্যাপক জটলা দেখা গেছে। রাজধানীর কিছু অংশে যানজট দেখা দেয়।

বিক্ষোভ নিয়ন্ত্রণে সিংগু, টিকরি এবং গাজিপুর সহ সীমান্ত প্রবেশের পয়েন্টে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গাজিপুর সীমান্তে কয়েকজন কৃষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কৃষক সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই ফসলের জন্য ন্যূনতম দাম নির্ধারণসহ অন্যান্য দাবি যথাযথ বাস্তবায়নের দাবি করে আসছে। গত বছর বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি করেছে তারা।

মন্তব্য ( ০)





  • company_logo