• জাতীয়

২০২৩ সালের জুন মাস থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল করবে: রেলমন্ত্রী 

  • জাতীয়
  • ২০ আগস্ট, ২০২২ ১৯:০১:০৭

ছবিঃ সিএনআই

এহসান রানা , ফরিদপুর: রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৩ সালের জুন মাস থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল করবে। 

শনিবার দুপুরে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে নির্মিত বগাইল জংশন ষ্টেশনের রেললাইন   স্থাপন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রকল্পকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত.দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত।  ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে। এর মধ্যে দিয়ে প্রকল্পটির কাজ সমাপ্ত হবে।

 এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের চিপ কো-অর্ডেনেটর মেজর জেনারেল জাহিদ হাসান, এডিসি(রেভিনিউ) তাসলিমা আলী,উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকতর্কাবৃন্দ। 

উল্লেখ্য, এর আগে তিনি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন।

মন্তব্য ( ০)





  • company_logo