• সমগ্র বাংলা
  • লিড নিউজ

বগুড়ায় শুরু হচ্ছে স্থগিত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাগণের যাচাই বাছাই কার্যক্রম

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১২ আগস্ট, ২০২২ ২১:৫২:১৪

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় শুরু হচ্ছে ২০২০ সালের পরিবর্তিত নীতিমালা অনুযায়ী স্থগিত গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাগণ এবং জামুকা কর্তৃক প্রেরিত তালিকাভুক্ত ব্যক্তিগণের যাচাই-বাছাই কার্যক্রম। আগামী ২২ থেকে ২৫ আগস্ট বগুড়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হবে।

শুক্রবার বিকেলে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। তিনি বলেন, যাচাই বাছাই এর আওতাভুক্ত দাবীদার মুক্তিযোদ্ধাগণের নামের তালিকা তার কার্যালয়ে পাওয়া যাবে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির আহ্ববায়ক হিসেবে ইউএনও সমর পাল আরো জানান, উক্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্ব ও শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। তিনি এই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে সহযোগিতার অনুরোধ জানান।

 

মন্তব্য ( ০)





  • company_logo