
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “শিক্ষক লাঞ্ছনা ও অপমানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, “একটি মহল উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এ জাতীয় ঘটনা ঘটাচ্ছে। অনেকে দেখেও কোনো প্রতিবাদ করছে না।”
এটি শুধু সরকার অথবা আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, “এ জাতীয় ঘটনার বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”
দীপু মনি বলেন, “আমরা চাইলে সুনির্দিষ্ট দুই এক জায়গায় হয়তবা সমাধান করতে পারব। তবে সামাজিক আন্দোলন গড়ে তুললে সব জায়গায় এদের প্রতিরোধ করা সহজ হবে।”
শিক্ষক জাতি গড়ার কারিগর উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্চনা, নির্যাতনসহ যেসব ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে সেটি খুবই দুঃখজনক। তাদের লাঞ্ছনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে এমন হীন কাজের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী।
এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দেন।
নিউজ ডেস্কঃ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন...
বিনোদন ডেস্কঃ নগ্ন ফটোশুট করার পর থেকে আলোচনা আর বিতর্ক য...
রবিউল আলম ইভান, কুষ্টিয়াঃ কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং ...
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল...
মন্তব্য ( ০)