• খেলাধুলা

এক ওভারে ৩৫ রান, টেস্টে বুমরাহর বিশ্ব রেকর্ড

  • খেলাধুলা
  • ০২ জুলাই, ২০২২ ২৩:১১:৩২

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে এক ওভারে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড আছে বেশ কয়েকটি। কিন্তু টেস্ট ক্রিকেটে ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে? এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

শনিবার (২ জুলাই) দ্বিতীয় দিনে স্টুয়ার্ড ব্রডের করা ৮৪তম ওভারে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে ৪টি চার, ২টি ছক্কায় এই রান তোলেন তিনি। ৭ বল মোকাবিলা করে কোনো রান না করা বুমরাহ ওই ওভার শেষে ১৪ বলে করে ফেলেন ২৯ রান।

এর আগে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রান করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ও দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ।

লারা ২০০৩-০৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের ওভারে ৪টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ২৮ রান নিয়েছিলেন। এরপর ২০১৩-১৪ মৌসুমে জর্জ বেইলি পার্থে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের এক ওভারে ৩টি ছয় ও ২ চারে ২৮ রান নিয়েছিলেন। আর কেশব মহারাজ ২০১৯-২০ মৌসুমে পোর্ট এলিজাবেথে স্টুয়ার্ড ব্রডের ওভারেই নিয়েছিলেন ২৮ রান।

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ব্রডের করা ৮৪তম ওভারের প্রথম বলটিকে চারে পরিণত করেন বুমরাহ। পরের বলটি ওয়াইডের সঙ্গে বাউন্ডারিতে পরিনত হয়। তাতে মোট ৫ রান আসে। দ্বিতীয় বলটি নো বল করেন ব্রড এবং বুমরাহ ছক্কা হাঁকান। তাতে আসে ৭ রান। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পর পর তিনটি চার হাঁকান। তাতে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর পঞ্চম বলে ছক্কা ও ষষ্ঠ বলে ১ রান নিয়ে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান তোলার বিশ্ব রেকর্ড গড়েন বুমরাহ।

ব্রডের ওভারের রানের চিত্র ছিল এরকম—৪,৫,৭,৪,৪,৪,৬,১=৩৫। এর মধ্যে ২৯ রান ছিল বুমরাহর। বাকি ৬ রান আসে ওয়াইড, বাই এবং নো থেকে।

ইংলিশ বোলার ব্রড ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা ও খরুচে বোলার হিসেবে লজ্জাজনক ইতিহাস গড়লেন। বুমরাহর স্বদেশি যুবরাজ সিং ২০০৭ সালে এক ওভারে ৬ ছক্কায় মেরেছিলেন। এবার দশ নম্বরের ব্যাটার তাকে তুলোধুনো করে বিশ্ব রেকর্ড গড়লেন।

মন্তব্য ( ০)





  • company_logo