
ছবিঃ সিএনআই
আন্তর্জাতিক ডেস্কঃ প্রেমিকের বাড়ি পাকিস্তান, আর প্রেমিকার বাড়ি ভারত। দুই প্রতিদ্বন্দ্বী দেশের এই দুই নাগরিক বেঁধেছেন প্রেমের ঝুঁটি। প্রেমিকের সঙ্গে পাকিস্তান যাওয়ার চেষ্টা করেন ২৪ বছরের তরুণী। কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা পড়ে যান সীমান্ত পাড়ি দেওয়ার আগেই।
ট্রিবিউন ইন্ডিয়া বলছে, পাকিস্তানে পৌঁছানোর চেষ্টাকালে অমৃতসরের আটারি সীমান্তে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
পুলিশ বলছে, গ্রেপ্তার ২৪ বছর বয়সী ফিজা খান একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা হিসাবে কাজ করেন। প্রতিবেশী পাকিস্তানে তার প্রেমিকের সঙ্গে দেখা করার ঝুঁকি নিয়েছিলেন তিনি। এই তরুণী ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা।
জানা গেছে, অনলাইনে তার পাকিস্তানি প্রেমিক দিলশাদের সঙ্গে পরিচয় হয়। সামাজিক মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়ান তারা।
গ্রেপ্তারের তরুণীকে ভারতের পাঞ্জাব পুলিশ ধরে নিয়ে যায়। সেখানে নারী নিকেতনের এতিমখানায় রাখা হয় তাকে। এরপর তরুণীকে রেওয়া পুলিশের কাছে হস্তান্তর করে আদালতে হাজির করা হয়।
নিউজ ডেস্কঃ ৫জির যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারত। এ উদ্দেশ্য...
নিউজ ডেস্কঃ স্কুলপড়ুয়া ৭৫০ শিক্ষার্থীর তৈরি একটি ক্ষুদ্র...
নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দুই দ...
রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ায় নির্মাণা...
মন্তব্য ( ০)