• আন্তর্জাতিক
  • লিড নিউজ

আটক আমেরিকানদের রাশিয়া কি করবে?

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২১ জুন, ২০২২ ১৯:৩৪:১৮

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নেওয়া দুই আমেরিকান নাগরিককে আটক করেছে রাশিয়া। এই দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। কারণ তাদের অপরাধ হিসেবে মৃত্যুদণ্ড থেকে রক্ষা পাবে কি না সে বিষয়ে নিশ্চয়তা দেয়নি মস্কো।

আটক আমেরিকানদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কি না, এনবিসি টেলিভিশনের এক প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‍‍`‍‍`আমি কিছুরই নিশ্চয়তা দিতে পারব না। এটা নির্ভর করছে তদন্তের ওপর।

তিনি আরো বলেন, তারা ইউক্রেনের ভূখণ্ডে অবৈধ কার্যকলাপে জড়িত ছিল। তারা আমাদের সামরিক কর্মীদের গুলি ও গোলাবর্ষনে জড়িত ছিল। তারা তাদের জীবনকে বিপন্ন করছে। তারা যে অপরাধ করেছে সেজন্য তাদের দায়ী করা উচিত। অপরাধগুলো তদন্ত করতে হবে।

এর আগে ইউক্রেনের পক্ষ যুদ্ধ করা ব্রিটিশ নাগরিক এইডেন আসলিনম, শন পিনার ও মরক্কোর নাগরিক ব্রাহিম সাদুনকে রুশ সমর্থিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের একটি আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। তাদের আটক করেছিল রুশ বাহিনী।

গত সপ্তাহে দ্য টেলিগ্রাফ জানায়, এই দুই আমেরিকান নাগরিক খারকভ অঞ্চলে আটক হন। ১৬ জুন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানায় তারা রাশিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। একইসঙ্গে আমেরিকানদের ইউক্রেনে যাওয়ার বিরোধীতা করে স্টেট ডিপার্টমেন্ট।

মন্তব্য ( ০)





  • company_logo