
ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে, তখন লায়নদের বন্যা কবলিত মানুষের সাহায্য করা নৈতিক দায়িত্ব। জরুরি ভিত্তিতে বন্যা উপদ্রুত এলাকায় মানবেতর জীবনযাপনরত বন্যার্ত মানুষের জন্য ত্রাণ নিশ্চিত করা সবার কর্তব্য।তাই লায়ন্স জেলা ৩১৫বি১ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন শাহেনা রহমান সহ তার ডিজি টিম সবার কাছে সহযোগিতা প্রার্থনা করছে।
তারই ধারাবাহিকতায় আজ লায়ন্স জেলা অফিসে জেলার বিভিন্ন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ইতি মধ্যে ১লক্ষ টাকা ৬০ কেজি চিড়া সহ কিছু কাপড় ও শুকনো খাবার আজ জেলা অফিসে ঘঠিত ত্রান বুথ এ জমা হয়।
একটি ত্রান সংগ্রহ বুথ সকাল ১০ থেকে রাত ১০ পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে, ত্রান বুথে সবাই সবার সাধ্য অনুযায়ী শুকনো খাবার, ঔষধ,বিশুদ্ধ পানি,মোমবাতি সহ যে কোন পরিমান নগদ অর্থ প্রদান করিতে পারিবেন।
মাননীয় জেলা গভর্ণর ও তার ডিজি টিম সবার কাছে আকুল ভাবে আবেদন জানাচ্ছে,, এই দূর্যোগ শুধু সিলেটের নয়,,এই দূর্যোগ পুরো বাংলাদেশের, তাই সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এখনই সময় মানবতার পুনরুদ্ধার করার।
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস বিশ্বজুড়ে নতুন নতুন উপসর্গে দেখা ...
আন্তর্জাতিক ডেস্কঃ হজ পালনের জন্য পায়ে হেঁটে মক্কায় যাও...
আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কব...
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে ফ্রান্সের...
মন্তব্য ( ১)
নাম প্রকাশে অনিচ্ছুক
Long Live Leoism, long live lionism.