• আন্তর্জাতিক
  • লিড নিউজ

স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টায় চীন

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২০ জুন, ২০২২ ২৩:০৯:৪৫

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম মিডকোর্স অ্যান্টি-মিসাইল ইন্টারসেপ্ট প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে চীন। বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষায় প্রত্যাশিত ফল অর্জন করেছে তারা।

তবে এটি কোনো দেশে আক্রমণের লক্ষ্য নয় বরং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার জন্যই ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটি। ২০১০ সাল থেকেই ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষা প্রযুক্তি পরীক্ষা করছে চীন। এর আগে ২০১৮ ও ২০২১ সালেও একই প্রযুক্তি পরীক্ষা চালায় তারা।

যদিও গার্ডিয়ান জানায়, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তত্ত্বাবধানে প্রতিরক্ষাব্যবস্থা আধুনিকীকরণের অংশ হিসেবে দেশটি মহাকাশে অবস্থিত স্যাটেলাইট ধ্বংস করতে পারে এমন সব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের স্থাপন করা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স অ্যান্টি-মিসাইল সিস্টেমের প্রতিক্রিয়ায় নতুন প্রতিরক্ষা প্রযুক্তি উন্মোচন করল চীন। এর আগে চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রযুক্তি নিয়ে যৌথ মহড়াও করেছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রচার করা হয়। জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য এ ধরনের প্রযুক্তি ব্যবহার হবে বলে জানায় বেইজিং।

মন্তব্য ( ০)





  • company_logo