• আন্তর্জাতিক

আক্রমণ জোরদার করতে পারে রাশিয়া, সতর্ক জেলেনস্কি

  • আন্তর্জাতিক
  • ২০ জুন, ২০২২ ২২:৫১:১৩

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা করছেন আগামী দিনে রাশিয়া দেশটিতে আরও জোরালো আক্রমণ চালাবে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ নিয়ে ঘোষণা আসার আগেই রাশিয়া অভিযান জোরদার করতে পারে বলে পশ্চিমা মিত্রদের সতর্ক করেছেন তিনি।

চলতি এই সপ্তাহের শেষের দিকে ইইউ কিয়েভকে প্রার্থি তা প্রদান করবেন কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। 

এই পদক্ষেপের মাধ্যমে ইউক্রেনের জোটে যোগদানের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে সদস্যপদ লাভ করতে কয়েক বছর সময় লাগতে পারে।

তবে জেলেনস্কি সতর্ক করেছেন যে এই সিদ্ধান্তের ফলে রাশিয়া আক্রমণ জোরালো করতে পারে। রোববার রাতের ভাষণে ইউক্রেনের নেতা বলেন, তিনি ও তার উপদেষ্টারা মস্কো থেকে বড় ধরনের শত্রুতামূলক কার্যকলাপ আশঙ্কা করছেন। এ সময় ইউক্রেনের সামরিক বাহিনীকে যেকোনো নতুন আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

গত সপ্তাহে ইইউভুক্ত দেশগুলো ইউক্রেনের জোটে যোগদান এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে এ সিদ্ধান্তটি ইউরোপীয় কাউন্সিলের ওপরেই নির্ভর করছে। এ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো বৃহস্পতি ও শুক্রবার ব্রাসেলসে একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবে।

 

মন্তব্য ( ০)





  • company_logo