• আন্তর্জাতিক
  • লিড নিউজ

দনবাসের দুই শহরে ইউক্রেন-রাশিয়ার তুমুল লড়াই

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৭ জুন, ২০২২ ১৮:৪৪:৩৫

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসের দুই শহর সেভেরোদোনেৎস্ক ও লাইসিচানস্কে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করেছে রুশ সেনারা। তবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় আছে ইউক্রেনীয়রাও। 

বিবিসি জানায়, নদী তীরবর্তী এই এলাকাগুলো কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। আর তাই দুই তীরের উভয় শহরের দখল নিতে মরিয়া রাশিয়া।গত দুই দিনের হামলায় সেখানকার অনেক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনীয় সৈন্যরা কোণঠাসা হয়ে পড়েছে।

এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, “রাশিয়ার হামলায় এই শহরগুলো এখন মৃত প্রায়। সবই প্রাণহীন।”দনবাসের সবচেয়ে বড় শহর সেভেরোদোনেৎস্কের নিয়ন্ত্রণ পেতে শুরু থেকেই দুপক্ষ তীব্র লড়াই করছে। সোমবার ইউক্রেনীয়রা পাল্টা আক্রমণ করে কিছু অংশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করলেও পরে তারা আবারও পিছিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি ভিডিও বার্তায় জানিয়েছেন, সিভিয়েরোদোনেৎস্কের প্রতিটি রাস্তায় লড়াই চলছে। ইউক্রেনের সেনারা বিন্দুমাত্র জমির দখল ছাড়বে না। দনবাস ইউক্রেনের নিয়ন্ত্রণেই থাকবে বলে ঘোষণা দেন জেলেনস্কি।

ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, “আমরা এখনো পর্যন্ত দনবাস নিজেদের দখলে রাখতে পেরেছি। আমাদের সেনারা পুরোদমে লড়াই করছে। সিভিয়েরোদোনেৎস্ক ও তার পাশের শহরে রাশিয়া লাগাতার বোমা ও গোলা মেরে সবকিছু গুঁড়িয়ে দিয়েছে।”

এর আগে লুহানস্কের গভর্নর জানান, সিভিয়েরোদোনেৎস্কে দুই পক্ষের শক্তির কঠিন পরীক্ষা হচ্ছে। রাশিয়া সেখানে অনবরত হামলা চালাচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo