• আন্তর্জাতিক

পিটিআইকে ইসলামাবাদে সমাবেশ করার অনুমতি দিলো সুপ্রিমকোর্ট

  • আন্তর্জাতিক
  • ২৬ মে, ২০২২ ০২:১২:৪৭

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের সূত্র অনুযায়ী জানা গেছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সমাবেশ করার সুযোগ দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত।

বুধবার (২৫ মে) পিটিআইকে ফেডারেল রাজধানীর এইচ-৯ ও জি-৯ এলাকার মধ্যে সমাবেশ করার অনুমতি দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট।

এ সময় আদালত বলেন, আজ (বুধবার) রাত ১০টায় প্রধান কমিশনারের কার্যালয়ে সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা হওয়া উচিত। এর জন্য বৈঠকের আয়োজন করতে ডেপুটি কমিশনার, অভ্যন্তরীণ সচিব ও ইন্সপেক্টর-জেনারেল ইসলামাবাদকে নির্দেশ দেন আদালত।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কোনো নতুন ধারা পারস্পরিক পরামর্শের মাধ্যমে চুক্তিতে অন্তর্ভুক্ত করা উচিত এবং আদালতকেও সে সম্পর্কে জানাতে হবে। 

আদালত বলেন, পিটিআইয়ের গ্রেফতার রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিৎ।

মন্তব্য ( ০)





  • company_logo