• সমগ্র বাংলা
  • লিড নিউজ

লোহাগাড়ায় মুক্তিযোদ্ধাকে দালাল বলে কটুক্তির অভিযোগ

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ২৫ মে, ২০২২ ১৮:২৩:২৭

ছবিঃ সিএনআই

শাহজাদা মিনহাজ,লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধাকে ‘দালাল’ বলে কটুক্তি করার অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোছলেম উদ্দীনের বিরোদ্ধে। 

বুধবার সকালে এ ব্যাপারে ভুক্তভোগী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোছলেম উদ্দীনের অফিসে যান।

এক পর্যায়ে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোছলেম উদ্দীন সাংবাদিকদের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গলকে সাংবাদিকদের পক্ষে দালালি করতে এসেছেন বলে কটুক্তি করেন। এতে ওই বীর মুক্তিযোদ্ধা চরম অপমান ও অসম্মানবোধ করেছেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোছলেম উদ্দীন জানান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গলকে তিনি নানা বলে ডাকেন। তাই ঠাট্টা করে তিনি তাকে ‘সাংবাদিকদের পক্ষে দালালি করতে এসেছেন ” বলে মজা করেছেন। এব্যাপারে তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ জানান, বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে প্রাথমিকভাবে ডেকে প্রশাসনিক কর্মকর্তাকে সর্তক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo