
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অনুমতি না নিয়ে ১৬ লাখ ব্যবহারকারীর মুখের ডিজিটাল স্ক্যান ছবি সংগ্রহের জন্য ক্ষতিপূরণ হিসেবে ওই ব্যবহারকারীদের প্রত্যেককে ৩৯৭ ডলার করে ক্ষতিপূরণ দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়েসে ঘটেছে এ ঘটনা। ২০২০ সালে ইলিনয়েসের আদালতে করা একটি মামলার ক্ষতিপূরণ হিসেবে ফেসবুকের সেটেলমেন্ট তহবিল থেকে ব্যবহারকারীদের এই অর্থ দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
এতে বলা হয়েছে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের মুখের ছবির ডিজিটাল ইমেজ সংরক্ষণের অভিযোগে ইলিনয়েসে ১৬ লাখ বাসিন্দা বাদী হয়ে ফেসবুকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। মামলা পরিচালনার জন্য উকিলদের পারিশ্রমিক বাবদ ইতোমধ্যে ৯ কোটি ৭৫ লাখ ডলারও খরচ করেছেন বাদীপক্ষ। নিজেদের মধ্যে চাঁদা তুলে এই পারিশ্রমিক পরিশোধ করেছেন তারা।
পাশাপাশি ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর ডিজিটাল ছবি মুছে ফেলার প্রতিশ্রুতিও দিতে হয়েছিল বিশ্বের বৃহত্তম এই সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষকে।
নিউজ ডেস্কঃ আগামী ১ সেপ্টেম্বর থেকে গুলশান, বনানী, বারিধা...
বিনোদন ডেস্কঃ হলিউড পরিচালক জেমস ক্যামরন। তার জনপ্রিয় সিন...
আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগ করল...
মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলায় প্রধান...
মন্তব্য ( ০)