• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা
  • ১২ মে, ২০২২ ১৬:৪০:৩১

ছবিঃ সিএনআই

মোঃ ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বটতলাহাট এলাকার কাজল ষ্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সয়াবিন তেল গোডাউনে মজুদ রাখার দায়ে কাজল ষ্টোরের মালিক কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্প্রতিবার দুপুরে বটতলাহাট এলাকায় অভিযান চালিয়ে সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সাধারণ মানুষের কাছে নায্যমূলে বিক্রি করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উসমান গনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে কাজল ষ্টোরে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং ওই প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সয়াবিন তেলগুলো সাধারণ জনগণের মাঝে নায্যমূল্যে বিক্রয় করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আর সাধারণ জনগণ জানান, শুধু একটি জায়গায় অভিযান চালালে হবে না সব দোকান ও গোডাউনে অভিযান চালানো প্রয়োজন।

মন্তব্য ( ০)





  • company_logo