• অপরাধ ও দুর্নীতি

শিবালয়ে কারেন্ট জালসহ ২ জেলে আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৬ মার্চ, ২০২২ ১১:৪৩:৫৩

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার  যমুনা নদী থেকে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার নৌকাসহ দু’জন মৎস শিকারীকে আটক করেছে পাটুরিয়া নৌ-থানা পুলিশ।  

জানা গেছে, শনিবার ( ৫ মার্চ) সকাল পোনে ৮টার দিকে পাটুরিয়া নৌ- থানা পুলিশের এসআই মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে নদীতে টহল দিচ্ছিল নৌ-পুলিশের একটি দল। এসময় শিবালয় উপজেলার দাশকান্দি এলাকার যমুনা নদীতে অবৈধ কারেন্ট জাল ফেলে ইলিশের ঝাটকা মাছ ধরার সময় জাল নৌকাসহ দু’ই জেলেকে আটক করে পুলিশ। 

তাদের নিকট থেকে ১২হাজার মিটার অবৈধ কারেণ্ট জাল ও ১টি ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৪ লাখ ৩০হাজার টাকা। 

আটককৃতরা হলেন, মো. হাসান (২৭), পিতা-মো. জামাল মোল্লা, গ্রাম- চরভরাট, মো. সাগর মোল্লা (২৭), পিতা-মো. হারেজ মো. হারেজ মোল্লা গ্রাম নতুন পাড়া দৌলতদিয়া উভয় থানা গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী।

এব্যাপারে পাটুরিয়া নৌ-থানা পুলিশের অফিসার্স ইনচার্জ  আবু বকর সিদ্দিক বলেন, অবৈধ কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরার অপরাধে তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ- কোর্টে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য ( ০)





  • company_logo