• স্বাস্থ্য

গবেষণায় অনুদান পেলেন বিএসএমএমইউ’র ২৫ জন শিক্ষক

  • স্বাস্থ্য
  • ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:০৫:৪০

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৫ জন শিক্ষককে গবেষণায় অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় অনুদানপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের জন্য উপকারী মানসম্মত গবেষণা করুন। এক্ষেত্রে অর্থের সমস্যা হবে না। রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে ভূমিকা রাখে এমন গবেষণায় নজর দিন। গবেষণার মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনকে রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিন প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo