• তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ

স্মাটফোনে ইন্টারনেট ফাস্ট করতে সেটিংসে যেসব পরিবর্তন আনবেন

  • তথ্য ও প্রযুক্তি
  • লিড নিউজ
  • ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:২১:৩৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইন্টারনেট ছাড়া স্মার্টফোন একেবারেই আনস্মার্ট। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রত্যেকের ফোনেই থাকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। তবে ইন্টারনেটের কচ্ছপ গতির কারণে সময়মতো কাজ শেষ করা কঠিনই বটে। যদিও আমরা ফাইভ জি নেটওয়ার্কে পা দিয়েছি এরই মধ্যে।

ঘরে ওয়াইফাই ব্যবহার আর বাইরে গেলে মোবাইল ডাটা ব্যবহার করেন। মোবাইল আপডেট সহ ফোনের ডেট, টাইম সঠিক রাখার জন্যও ইন্টারনেট সংযোগ জরুরি। তবে অনেকসময় তা ব্যবহার করার সময় সমস্যায় পড়তে হয়। কারণ স্লো ইন্টারনেট স্পিড। তখন আর স্মার্টফোন স্মার্ট থাকে না। হয়ে যায় সম্পূর্ণ আনস্মার্ট।

নানা কারণে ফোনের ইন্টারনেট স্পিড স্লো হয়ে যেতে পারে। তবে আপনার ফোনের সেটিংসে কিছু পরিবর্তন করেই এই সমস্যা সমাধান করতে পারবেন। অধিকাংশ ফোনের সেটিংসে নেটওয়ার্ক সিলেকশনের ক্ষেত্রে অটোমেটিক করা থাকে। জেনে নিন কীভাবে ফোনের কিছু সেটিংস বদলে ইন্টারনেট স্পিড বাড়াবেন-

> প্রথমে সেটিংশ অপশনে ঢুকতে হবে।
> সেখানেই রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপশন। ওই অপশনে ক্লিক করুন।
> এরপর নেটওয়ার্ক প্রভাইডার অপশনে ট্যাপ করুন।
> সেখানে সিলেক্ট অটোমেটিকলি অপশন দেখতে পাবেন।
> অটোমেটিক অপশনটি বন্ধ করে দিন।
> প্রক্রিয়াটি সম্পন্ন হলে ম্যানুয়ালি নিজের মোবাইল সার্ভিস প্রভাইডার সার্চ করুন ও সিলেক্ট করুন। এরপর ফোনটি রিস্টার্ট করে ফের ইন্টারনেট চালু করলে ইন্টারনেট স্পিড বাড়বে অনেকখানি।

মন্তব্য ( ০)





  • company_logo