• বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ

টিউলিপে রাঙিয়ে গেল ভালবাসার বসন্ত

  • বিশেষ প্রতিবেদন
  • লিড নিউজ
  • ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:৫২:৩৬

ছবিঃ সংগৃহীত

এস কে দোয়েলঃ ফুলের প্রতি মানুষের আকর্ষণের শেষ নেই। কলি থেকে পরিপূর্ণতা ফুলের আকর্ষণে মুগ্ধতার শেষ নেই। প্রায় প্রতিটি ফুলের নাম নারীর নামে। নারীর সৌন্দর্যের মতো কাছে টানে পুস্পকলি। এবার বিশ্ব ভালোবাসা দিবস ও ঋতুরাজ বসন্তে ভালোবাসার সিক্ত হৃদয় রাঙিয়ে গেল রাজসিক ফুল টিউলিপ। এই টিউলিপে মজেছে যুগল প্রেমিক-প্রেমিকা, নব-দম্পতি থেকে শুরু করে ফুল প্রেমি প্রিয়জনরা। কেউ উপহার তুলে দিচ্ছেন প্রেমিকের হাতে, কেউ জীবনের প্রথম প্রপোজ করছেন নতুন প্রেমে আবার কেউ তুলে দিচ্ছেন নতুন জীবনে বন্ধনে প্রিয় মানুষটির হাতে।

সকাল থেকেই ফুলে ফুলে ছড়াচ্ছে ভালোবাসার মুগ্ধতা। আর নতুন ফুলে বাড়িয়ে দিয়েছে একরাশ মাত্রা। ভিনদেশি সৌন্দর্যের রাজশ্রী টিউলিপে ছড়াচ্ছে প্রেমের অণুরণ। রাঙাচ্ছে হৃদয়। ফুলের উপহারে মিলেছে যুগলের বন্ধন। হাতে হাতে ছড়াচ্ছে সুবাস। শিমুলের ফুলের রঙ্গে ফাগুনের প্রেমের আগুনে তৃষিত করছে অগণিত মন।

তাইতো উত্তরের তেঁতুলিয়া সৌন্দর্যের দীপে পরিণত হয়েছে টিউলিপের সমারোহে। অধরা সৌন্দর্যবতী টিউলিপ কিনতে ঢল নেমেছে সীমান্ত ঘেষা দর্জিপাড়া-শারিয়াল জোত গ্রামের বাগানগুলোতে। প্রবেশ মূল্য দিয়ে দর্শনার্থীরা কিনে নিচ্ছেন টিউলিপ। শীত প্রধান দেশ নেদারল্যান্ডের প্রথম ফোটা ফুলে বাড়িয়ে দিয়েছে যেমন আকাঙ্খা, তেমনি ভালোবাসা রাঙাচ্ছে সকল দর্শনার্থীদের।

ভালবাসা দিবসে গোলাপ, গাঁদা, গøাডিওলাস, লং স্টিক রোজের চেয়ে ফুলপ্রেমীদের হৃদয় পুলকিত করছে টিউলিপ। প্রেমিক, ভালোবাসা কিংবা জীবনের প্রথম ভালোলাগা মানুষটিকে টিউলিপ উপহার দিয়ে মন জয় করতে ভিড় করছেন বাগানগুলোতে। টিউলিপের রূপে মুগ্ধ হয়ে মোবাইলে ধারণ করছেন টিউলিপের চিত্র। আর টিউলিপময় এ ভালোবাসার রং বহুগুণে ছড়িয়ে দিচ্ছেন ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কে।

বেসরকারি সংস্থা ইএসডিও প্রান্তিক ৮ নারী চাষীকে নিয়ে পরীক্ষামূলক চাষেই ফুল ফুটে সুবাস ছড়াচ্ছে। হলুদ, লাল, গোলাপি, কমলা, সাদা, পার্পেল রঙেরসহ ১২ ধরনের টিউলিপ রাজকীয় হাসিতে দৃষ্টি কাড়ছে।

ভালোবাসা দিবসে প্রিয়জনকে টিউলিপ উপহার দিতে ঠাকুরগাঁও থেকে ছুটে এসেছেন ইশারাত মৌ ও সায়মন জাকারিয়া নামের এক নব দম্পতি। একে অপরকে টিউলিপ উপহার দিয়ে ভালোবাসা রাঙাতে চান দুজনেই। বাগান ঘুরে ঘুরে ফুল পছন্দ করছিলেন তারা। কথা বলতে চাইলে নবদম্পতি জানান, আমাদের প্রেমের বিয়ে। এর আগে আমরা গোলাপ দিয়ে ভালোবাসার প্রপোজ করে দুজনের কাছাকাছি হয়েছিলাম। এবার টিউলিপ উপহার দিয়ে আমাদের ভালোবাসা রাঙিয়ে তুলবো। এ এলাকায় টিউলিপ ফুটবে, ভাবাই যায় না। অনেক অনেক আনন্দ লাগছে।  

ভালোবাসার মানুষটিকে প্রথম প্রপোজ করতে টিউলিপ কিনতে ছুটে আসতে দেখা গেল দুই ভার্সিটি পড়–য়া তরুণীকে। বাগান ঘুরে ঘুরে দুটি রঙের দুজনে ৪টি টিউলিপ কিনেছেন তারা। প্রথমত লাজুকতায় কথা বলতে না চাইলেও পরে বলেন, জীবনে প্রথম বাস্তব চোখে টিউলিপ দেখলাম। পছন্দের মানুষের জন্যই কিনলাম।

ফুল বিক্রেতা রাহেল জানান, আজ ভালোবাসা দিবসে সকাল থেকেই বেশ ফুল বিক্রি হচ্ছে। তার মধ্যে বেশি টিউলিপ ফুল কিনেছে ক্রেতারা।

ফুল চাষী আয়েশা সিদ্দিকা জানান, ইএসডিও’র সহযোগিতায় পাঁচ শতক জমিতে টিউলিপ চাষ করছি। বাগানে হাসছে ৫ হাজার টিউলিপ। ইতিমধ্যে সহ¯্রাধিক ফুল বিক্রি হয়ে গেলেও বাকি ফুলগুলো রেখেছি ভালোবাসা দিবসের জন্য। টিউলিপের ভালোবাসায় মজুক মন। ভরে উঠুক প্রেমিক যুগলসহ প্রিয়জনদের মন। সেই সাথে ফুল বিক্রিতে লাভবান হবেন এমন স্বপ্ন দেখছেন আয়েশার মতো অন্যান্য নারী ফুল চাষীরা।

মন্তব্য ( ১৩৪)





image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
  • company_logo