• বিশেষ প্রতিবেদন

ভালবাসা দিবসে টিউলিপ ছড়াচ্ছে প্রেমের মুগ্ধতা

  • বিশেষ প্রতিবেদন
  • ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১৩:৩৯:৩৯

ছবিঃ সিএনআই

তেঁতুলিয়া প্রতিনিধিঃ আজ ঋতুরাজ বসন্ত। অন্যদিকে ভালোবাসা দিবস। দুই প্রেমমহনে ভালোবাসার অণুরণ ছড়াচ্ছে ভিনদেশি সৌন্দর্যের রাজশ্রী টিউলিপ। ফুলের স্নিগ্ধতায় কাছে আসার গল্প তৈরি হবে প্রেমিক-প্রেমিকা, নব-দম্পতিসহ প্রিয়জনদের মধ্যে। ভালোলাগার মানুষকে প্রথম প্রপোজের অন্যতম মাধ্যম হচ্ছে ফুল। এবার প্রেমিক-প্রেমিকাদের হৃদয় রাঙাবে ভালোবাসা দিবসে তেঁতুলিয়ার ভিনদেশি রাজসিক ফুল টিউলিপ।

সৌন্দর্যের দীপ টিউলিপের একখন্ড নেদারল্যান্ড হয়ে উঠেছে উত্তরের পর্যটনকন্যা তেঁতুলিয়া। ত্রি-সীমান্ত ঘেরা দর্জিপাড়া-শারিয়ালজোত গ্রামে বেসরকারি সংস্থা ইএসডিও’র পরীক্ষামূলক চাষেই ফুল ফুটে সুবাস ছড়াচ্ছে বাহারি রঙের চল্লিশ হাজার টিউলিপ। অধরা সৌন্দর্যবতী নারীর নাম টিউলিপ। দৃষ্টি আকর্ষিত নারীর সৌন্দর্যের মতোই নজর কাড়ছে পর্যটকদের। টিউলিপ দেখতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীরা প্রবেশ মূল্য দিয়ে মুগ্ধ হয়ে দেখছেন টিউলিপ। কিনে নিচ্ছেন ফুল। প্রিয়জনদের দিচ্ছেন উপহার।

এবার ভালবাসা দিবসে গোলাপ, গাঁদা, , লং স্টিক রোজের পর ফুলপ্রেমীদেও হৃদয় পুলকিত করবে টিউলিপ। তাইতো ফুল প্রেমিক, ভালোবাসা কিংবা জীবনের প্রথম ভালোলাগা মানুষটিকে টিউলিপ উপহার দিয়ে মন জয় করতে ভিড় করছেন বাগানগুলোতে। টিউলিপের রূপে মুগ্ধ হয়ে মোবাইলে ধারণ করছেন টিউলিপের চিত্র। আর টিউলিপময় এ ভালোবাসার রং বহুগুণে ছড়িয়ে পড়বে ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কে।

১৩ ফেব্রুয়ারি সীমান্তের টিউলিপের রাজ্য ঘুরে দেখা যায়, ভিনদেশি নেদারল্যান্ডের হলুদ, লাল, চার ধরনের গোলাপি, কমলা, সাদা, পার্পেল রঙেরসহ ১২ ধরনের টিউলিপ রাজকীয় হাসিতে দৃষ্টি কাড়ছে। সৌন্দর্যের দীপে পরিণত করতে এই ফুল ফুটিয়েছেন আয়েশা, মনোয়ারা, মুক্তা পারভীন, আনোয়ারা, সুমি, হোসনে আরা, মোর্শেদা ও সাজেদা নামের ৮ নারী। নারীদের কোমল হাতে সৌন্দর্যের গুণে প্রস্ফুটিত হয়েছে টিউলিপ।

ভালোবাসা দিবসে প্রিয়জনকে টিউলিপ উপহার দিতে ঠাকুরগাঁও থেকে ছুটে এসেছেন ইশারাত মৌ ও সায়মন জাকারিয়া নামের এক নব দম্পতি। একে অপরকে টিউলিপ উপহার দিয়ে ভালোবাসা রাঙাতে চান দুজনেই। বাগান ঘুরে ঘুরে ফুল পছন্দ করছিলেন তারা। কথা বলতে চাইলে নবদম্পতি জানান, আমাদের প্রেমের বিয়ে। এর আগে আমরা গোলাপ দিয়ে ভালোবাসার প্রপোজ করে দুজনের কাছাকাছি হয়েছিলাম। এবার টিউলিপ উপহার দিয়ে আমাদের ভালোবাসা রাঙিয়ে তুলবো। এ এলাকায় টিউলিপ ফুটবে, ভাবাই যায় না। অনেক অনেক আনন্দ লাগছে।

ভালোবাসার মানুষটিকে প্রথম প্রপোজ করতে টিউলিপ কিনতে ছুটে আসতে দেখা গেল দুই ভার্সিটি পড়–য়া তরুণীকে। বাগান ঘুরে ঘুরে দুটি রঙের দুজনে ৪টি টিউলিপ কিনেছেন তারা। প্রথমত লাজুকতায় কথা বলতে না চাইলেও পরে বলেন, জীবনে প্রথম বাস্তব চোখে টিউলিপ দেখলাম। পছন্দের মানুষের জন্যই কিনলাম।

টিউলিপ বাগান দেখে অভিভূত হয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন আমেরিকান প্রবাসী মিজানুর রহমান রঞ্জু। তিনি বলেন, টিউলিপ দেখতে এখন সুইজারল্যান্ড, নেদারল্যান্ড কিংবা ভারতের কাশ্মির যেতে হবে না। তেঁতুলিয়ার মাটিতে টিউলিপ চাষ ভাবাই যায় না। অসম্ভবকে সম্ভব করেছে এখানকার নারীরা। তেঁতুলিয়াকে একখন্ড সুইজারল্যান্ড বানিয়ে ফেলেছেন।

ভালোবাসা দিবসে ফুল প্রেমিদের মন রাঙ্গাতে চান ফুল চাষির ৮ নারী। তাদের মধ্যে আয়েশা সিদ্দিকা জানান, আমি ইএসডিও’র সহযোগিতায় পাঁচশতক জমিতে টিউলিপ চাষ করছি। আমার বাগানে হাসছে ৫ হাজার টিউলিপ। ইতিমধ্যে সহস্রাধিক ফুল বিক্রি হয়ে গেলেও বাকি ফুলগুলো রেখেছি ভালোবাসা দিবসের জন্য। টিউলিপের ভালোবাসায় মজুক মন। ভরে উঠুক প্রেমিক যুগলসহ প্রিয়জনদের মন।  প্রতিটি ফুলের দাম একশ টাকা। আয়েশা সিদ্দিকী আশা করছেন, বাগানের সব ফুল উপহার হিসেবে হাতে উঠুক ভালোবাসা মানুষদের। যারা ফুল দিয়ে মন জয় করতে চায়। হৃদয় জয় করে মিশে যেতে চান ভালোবাসার রঙে। সেই সাথে ফুল বিক্রিতে লাভবান হবেন এমন স্বপ্ন দেখছেন আয়েশার মতো অন্যান্য নারী ফুল চাষীরা।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, টিউলিপ তেঁতুলিয়ায় পর্যটনে যেমন নতুনমাত্রা তৈরি করেছে। তেমনি ভালোবাসা দিবসে ফুল প্রেমিদের মনে টিউলিপ মুগ্ধতার অণুরণ ছড়িয়ে দিবে। তবে ভালোবাসা দিবসে যাতে অপ্রীতিকর কোন কিছু না ঘটে সে বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। করোনাকালে অবশ্যই ঘরে বাইরে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo