• রাজনীতি

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম না দেয়া হবে বিএনপি’র দায়িত্বহীনতার পরিচয়

  • রাজনীতি
  • ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ১৬:০৫:৩৩

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম দিয়ে অংশগ্রহন করবে কী করবেনা সেটা তাদের ব্যাপার। নির্বাচন কমিশন গঠনে তারা যদি সহায়তা না করে তাহলে এটি তাদের রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচয়।

তিনি রোববার দুপুরে নবনির্মিত কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শনকালে এসব কথা বলেন।

এসময় হানিফ বিএনপি’র সরকার পতন আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, বিএনপি ১২ বছর ধরে সরকার পতন আন্দোলন করে যাচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরুর পর থেকেই তারা সরকার পতন আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোন আন্দোলন সংগ্রাম করে সরকার পতন ঘটানো যাবেনা বলেও জানান তিনি। মালয়েশিয়ায় গ্রেপ্তারকৃত জেলহত্যা মামলার আসামী খায়রুজ্জামানকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করার বিষয়েও কথা বলেন হানিফ।

এসময় কুষ্টিয়া ৪-আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo