
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ কিন্তু বয়সকে তুড়ি মেরে উড়িয়ে উইম্বলডনের তৃতীয় পর্বে উঠে গেলেন রজার ফেদেরার। সেই সঙ্গে ভেঙে ফেললেন ৪৬ বছর পুরনো এক রেকর্ডও।
৮ বারের উইম্বলডনজয়ী ফেদেরার বৃহস্পতিবার ৭-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিলেন রিচার্ড গ্যাস্কেটকে। সেই সঙ্গে শেষ ৪৬ বছরে সব চেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে তিনি এই কীর্তি গড়লেন তিনি। এর আগে ১৯৭৫ সালে কেন রোজওয়াল ৪০ বছর বয়স পার করে উইম্বল্ডনের তৃতীয় পর্বে পৌঁছেছিলেন।
এই নিয়ে ১৮ বার উইম্বলডনের তৃতীয় পর্বে উঠলেন ফেদেরার। পরের ম্যাচ ক্যামেরন নোরির বিপক্ষে। এই নিয়ে গ্যাস্কেটকে টানা ১১ বার হারালেন ফেদেরার। সব মিলিয়ে ১৯ বার।
গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: গোপালপুরে উপজেলা পর্যায়ে জা...
টাঙ্গাইল(গোপালপুর)প্রতিনিধি: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্...
নিউজ ডেস্কঃ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের পাশাপাশি মার্...
নিউজ ডেস্কঃ কনমেবল-উয়েফার দুই চ্যাম্পিয়নের লড়াই ‘ফি...
মন্তব্য ( ০)