• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সচিব তপন এর শীতবস্ত্র বিতরণ ও মুজিববর্ষের ঘর পরিদর্শন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৪ জানুয়ারী, ২০২২ ১৮:৪১:১৬

ছবিঃ সিএনআই

শাহরিয়ার কবির, খুলনাঃ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ হরিঢালী ইউনিয়নে কয়েক শত অসহায়  ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ ও মুজিববর্ষের ঘর পরিদর্শন করেছেন।

শুক্রবার সকাল ১০ টায় হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাধা শ্রীনিবাসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সরদার মোজাফ্ফর হোসেনের সভাপত্বিতে ও মামুদকাটী অর্ণিবাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম,উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ  রশীদুজ্জামান মোড়ল।কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার,খুলনা জেলা ওয়াকার্স পাটির নেতা মিজানুর রহমান,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস, হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ আয়ুব হোসেন, হরিঢালী ইউপির প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য মুজাহিদ হাজরা, শহীদুল ইসলাম, আকু মোড়ল, হাবিবুর রহমান, শেখ আব্দুল গফুর, আজিজুল খাঁ, শংকর বিশ্বাস, বিষ্ণু কর্মকার, ফারুক হোসেন লাকী, সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জু আরা বেগম, স্মিতা মন্ডল, জয়ন্তী বিশ্বাসসহ হরিঢালী স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এদিকে কম্বল বিতরণ পরবর্তী কাশিমনগর, গলডাঙ্গা, গোলাবাটী নির্মিত মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও সেখানে অাশ্রয়রত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সচিব মহাদয়।

মন্তব্য ( ০)





  • company_logo