• আন্তর্জাতিক
  • লিড নিউজ

'বাংলাদেশের যাবতীয় সহযোগিতায় পাশে থাকবে অস্ট্রেলিয়া'

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ০৭ নভেম্বর, ২০২১ ১৮:০৭:৪০

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার সিডনিতে লেবার পার্টির এমপি স্টিভ ক্যাম্পার বলেছেন, আমি অবশ্যই অসাম্প্রদায়িক বাংলাদেশ কম্যুনিটির বিকাশের সাথে কাজ করবো।  আর এই ব্যাপারে বাংলাদেশ ও তার সরকারকে যাবতীয় সহযোগিতায় পাশে থাকবে অস্ট্রেলিয়া। 

সিডনিতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন 'অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব' এর আয়োজনে 'সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। এসময় লেবার পার্টির আরেক এমপি আনুলাক চান্ডিভং উপস্থিত ছিলেন। স্থানীয় সময় রোববার দুপুর ১ টায় সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি উপস্থাপনা করেন সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার আল নোমান শামীম৷ আয়োজক সংগঠনকে সহযোগিতা করেছে ব্রান্ডিং বাংলাদেশ, অষ্ট্রেলিয়া৷ 

আলোচনা সভায় বাংলাদেশ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।  এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সম্পূর্ণ সদিচ্ছা আছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে৷ প্রতিটি ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের নেতারা সেখানে গেছেন৷ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে ৷ 

আওয়ামী লীগ নেতা গামা আবদুল কাদির বলেন, অবৈধ সরকার এরশাদের সময়কার অবৈধ সংসদে করা ধর্মীয় সংশোধনী সংবিধান থেকে অবৈধ ঘোষণা করতে হবে এবং সুপ্রীম কোর্টের রায় মোতেবেকই এটি করা যায়। সেমিনারে প্রতিন্ত্রীকে তিনি অনুরোধ করেন জিয়াউর রহমান ও এরশাদের করা সকল সংশোধনী বাতিল করতে হবে৷

সভায় আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতুল্লাহ, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিলটন৷  অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শফিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান প্রমুখ।


সেমিনারের মূল প্রস্তাবনা হিসেবে তিনটি বিষয় উঠে আসে, যা বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে প্রস্তাব করা হয়ঃ
১. ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ঘটা অপরাধের শাস্তি,২. অবৈধ এরশাদ সরকারের অবৈধ সংসদে পাশ করা রাস্ট্রধর্ম অধ্যাদেশ বাতিল ও ৩. শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অসাম্প্রদায়িক করা।

মন্তব্য ( ০)





  • company_logo