• খেলাধুলা
  • লিড নিউজ

বড় ব্যবধানে হেরে পাইলট বললেন, 'সবসময় ক্রিকেটের সঙ্গেই আছি'

  • খেলাধুলা
  • লিড নিউজ
  • ০৬ অক্টোবর, ২০২১ ১৮:৫৩:০১

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। পরে যুক্ত হয়েছেন কোচিংয়ের সঙ্গেও। খালেদ মাসুদ পাইলটের স্বপ্নটা ছিল আরও বড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

কিন্তু হতাশাই সঙ্গী হয়েছে পাইলটের। হেরে গেছেন বড় ব্যবধানে। নির্বাচনের ফল ঘোষণার আগে নিজেই জানিয়েছেন, হেরে গেছেন ৭-২ ব্যবধানে। স্বপ্ন ভাঙায় কষ্ট পেলেও পাইলট কৃতজ্ঞতা জানিয়েছেন সবাইকে। নির্বাচনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, স্বপ্নভঙ্গ হয়েছে তার।

তিনি বলেন, 'আমি আমার কাউন্সিলর যারা ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাই। হয়তো আমার যে সতীর্থ ছিলেন, তাকে বেশি যোগ্য মনে করেছেন তারা। তাই তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেট যেন খুব ভালো মতো সার্ভ হয়।'

পাইলট আরও বলেন, 'আমি আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। তারা হয়তো তাকে বেশি বিশ্বাস করেছে, এজন্য ভোট দিয়েছে। চেষ্টা করবো ক্রিকেটের সঙ্গে ছিলাম, হয়তো আরও পরিধিতে কাজ করব চিন্তা করছিলাম। সেই সুযোগটা হয় নাই। তবে আমি সবসময় ক্রিকেটের সঙ্গে আছি। যারা নতুন পরিচালক আসবেন, তাদের জন্য সবসময় শুভ কামনা। তারা যেন বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে নিয়ে যেতে পারে।'

রাজশাহী বিভাগ থেকে পাইলটের বদলে সাইফুল আলম স্বপনকে বেছে নিয়েছেন কাউন্সিলরা। কেন একজন সাবেক ক্রিকেটারের চেয়ে সংগঠককে এগিয়ে রাখলেন তারা। এ নিয়ে জানতে চাইলে কাউন্সিলরদের কোনো দায় দেননি পাইলট।

তিনি বলেন, 'আমার কাছে মনে হয়েছে যারা কাউন্সিলর তাদের ভোটটা গুরুত্বপূর্ণ। তারাই আসলে বিচার করবে কোন মানুষকে আনা উচিত। তারা হয়তো আমার প্রতিপক্ষকে আরও যোগ্য মনে করেছেন। আমার স্বপ্ন ছিল আমি আসবো। ভালো কিছু করব। যেহেতু খেলেছি, এরপর মাঠ বা প্লেয়ার তৈরি করা এসব অভিজ্ঞতা হয়েছিল। সে স্বপ্ন নিয়ে এসেছিলাম। ওই সৌভাগ্য হয় নাই। কিন্তু চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর করে ইলেকশন করার।'

মন্তব্য ( ০)





  • company_logo