• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা   

  • অপরাধ ও দুর্নীতি
  • ২২ সেপ্টেম্বর, ২০২১ ২০:১৪:৩৯

ছবিঃ সিএনআই

রমজান আলী,সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি ঃ মঙ্গলবার (২১) সেপ্টেম্বর সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠান কে ২৬ হাজার  পাঁচশত টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ছরওয়ার কামাল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা খায়ের আহমদ ও থানার সহকারী পরিদর্শক মো. জহির।

অভিযানে ভোক্তা অধিকার আইনে সাতকানিয়া পৌরসভার কানুরাম পুকুরের দক্ষিণ পাড়ে নজির বেকারি কে ২০ হাজার টাকা, সাতকানিয়া-বাঁশখালী সড়কে মোস্তফা মুড়ি মিল কে ৫ হাজার টাকা এবং ধূমপান ও তামাক আইনে এলাহী স্টোর কে ৫শ টাকা ও নেজাম স্টোর কে ১ হাজার টাকা জরিমানা করেন।

 উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ -জোহরা বলেন, উপজেলা প্রশাসন ভোক্তার অধিকার রক্ষায় সবসময় সচেতন রয়েছে। এই ভেজাল বিরোধী এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য ( ০)





  • company_logo