• অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ

টেকনাফে বিজিবির অভিযানে নিহত ১, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • লিড নিউজ
  • ১২ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২১:৫৯

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি :  টেকনাফে শাহজাহান নামের  এক ইয়াবা কারবারি নিহত হয়েছে ।  ১২ রবিবার ভোররাতে টেকনাফে দমদমিয়া নাফনদী সংলগ্ন জোড়া ছড়া নামক স্হানে বিজিবি" র মাদক বিরোধী অভিযানে নিহতের এ ঘটনা ঘটে। ঘটনাস্হল থেকে  এ সময়  তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট,  দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করে বিজিবি।  গোলাগুলির ঘটনায় দু জন বিজিবি জওয়ান আহত হয়েছে বলে জানা যায়। 

এ সময় অপর দু" জন পাচারকারী নদীতে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে গেলেও একজনকে কেওড়া বাগানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে৷ কর্ণেল মুহাম্মদ ফয়সল হাসান খান। 

বিজিবি টেকনাফ ২ ব্যটালিয়ন অধিনায়ক লে  কর্ণেল মুহাম্মদ  ফয়সল হাসান খান  সংবাদের সত্যতা নিশ্চিত করে আরো বলেন "  টেকনাফে বিজিবি’র অভিযানে ১০ কোটি ২০ লাখ  টাকা মূল্যমানের ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫-১০ মিনিট  গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 

একজন ইয়াবা কারবারীর গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ প্রায় ২৭ বছর বয়সী যুককটিকে মৃত ঘোষণা করে। এ পর্যন্ত 

নিহতের পরিচয় নিশ্চিত করা যায় নি।" স্হানীয় সুত্রে জানা যায়,  নাফনদী সীমান্তে মাদক উদ্ধার করতে গিয়ে গোলাগুলির ঘটনায় নিহত যুকক  কক্সবাজারের উখিয়া উপজেলার ডেইল পাড়ার ছৈয়দ নুরের ছেলে শাহজাহান৷  

মন্তব্য ( ০)





  • company_logo