• খেলাধুলা

৩ আগস্ট থেকে ফের শুরু বাংলাদেশ লিগ

  • খেলাধুলা
  • ০১ আগস্ট, ২০২১ ১৭:৪০:২৬

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আগামী পরশু (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ৩০ জুলাই থেকে লিগ শুরুর ঘোষণা দিয়ে দুই ঘন্টা আগে স্থগিত করেছিল। ৭২ ঘন্টার পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ৩ আগস্ট পুনরায় লিগ শুরুর ঘোষণা দিয়েছেন। 

লকডাউন চলাকালীন সময়ে বাফুফে গত এক মাসের মধ্যে তিন বার খেলা স্থগিত করেছে ঘোষণা দিয়ে। ৩ আগস্ট খেলা হবে কিনা তাই সংশয় থেকেই যাচ্ছে। 

লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী অবশ্য নিশ্চয়তা দিলেন, ‘যে সব কতৃপক্ষের অনুমতি প্রয়োজন সবই হয়েছে। ৩ আগস্ট থেকে খেলা অবশ্যই মাঠে গড়াবে।’ 

৫ আগস্টের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে লিগ সম্পন্ন করার ডেডলাইন দিয়েছিল। লকডাউনের জন্য সেই সময়সীমা অতিক্রম করছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগ পরিচালনার জন্য আরো সময় পাচ্ছে বাফুফে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা সংস্কার কাজ শুরু করলেও আমরা লিগ পরিচালনার জন্য আরো কিছু দিন সময় পাব। লিগ শেষ করার সময় তারা আমাদের দিয়েছে।’ 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি আর্মি স্টেডিয়ামেও লিগ পরিচালনার কথা জানালেন বাফুফে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি, ‘৫ আগস্টের পর আর্মি স্টেডিয়ামে খেলা হবে। তিনটি ভেন্যুতে খেলা হলে লিগটি দ্রুত সম্পন্ন করা যাবে। আশা করি এই মাসের মধ্যেই লিগ শেষ করতে পারব।’

সালাম মুর্শেদি এই মাসের মধ্যে লিগ শেষের আশাবাদ করলেও বাস্তবে হওয়ার সম্ভাবনা নেই। বসুন্ধরা কিংসের আরও ছয়টি ম্যাচ রয়েছে। ১৩ আগস্ট বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে মালদ্বীপ যাবে। ১৩ আগস্টের আগে তিনটির বেশি ম্যাচ তাদের পক্ষে খেলা সম্ভব না। 

আরো তিনটি ম্যাচ বাকি থাকবে। বসুন্ধরা কিংসের এএফসি কাপ খেলা শেষ হবে ২৪ আগস্ট। মালদ্বীপ থেকে ফিরে কোয়ারেন্টাইন কাটিয়ে বাকি তিন ম্যাচ শেষ করতে আরও দশ দিন সময় প্রয়োজন। সব মিলিয়ে সেপ্টেম্বরে লিগ যাচ্ছেই। 

এই প্রসঙ্গে সালাম মুর্শেদি বলেন, ‘বসুন্ধরা যখন বাইরে থাকবে তখন অন্য দলগুলোর খেলা চলবে। তাদের যেই ম্যাচগুলো বাকি থাকবে তারা এসে খেলবে। ফলে অন্য দলগুলোর খেলা শেষ হয়ে গেলে। সেই ক্লাবগুলোর আগামী মাসের বেতন দেয়া লাগবে। তিনটি ম্যাচ যে ক্লাবের থাকবে তারা খেলোয়াড়দের সাথে সমন্বয় বা সমঝোতা করে নেবে।’

মন্তব্য ( ০)





  • company_logo