ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার প্রশাসনিক সংকট নিরসনে প্রতিক্ষীত বেসামরিক টেকনোক্র্যাট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান হিসেবে মনোনীত হয়েছেন পশ্চিম তীরের প্রখ্যাত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) মিশরীয় সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। এই নতুন সরকার গঠনের মধ্য দিয়ে গাজায় দীর্ঘদিনের যুদ্ধ পরবর্তী প্রশাসনিক অনিশ্চয়তা কাটবে বলে আশা করা হচ্ছে।
আল কাহেরা নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ নামে পরিচিত এই কমিটি গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্কের সরাসরি তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে যা মূলত যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ফলে গাজার প্রশাসনিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়ায় একটি নিরপেক্ষ ও পেশাদার সরকার গঠন করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জরুরি হয়ে পড়েছিল।
আলী আবদেল হামিদ শাথ এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপ-পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার এই পেশাদার ইমেজ হামাস বা ফাত্তাহ কোনো পক্ষের জন্যই সরাসরি চ্যালেঞ্জিং নয়। এই টেকনোক্র্যাট সরকার গঠনের মাধ্যমে গাজায় একটি গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে যা একই সাথে ত্রাণ বিতরণ ও জনসেবা নিশ্চিত করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নতুন কমিটিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং একই সঙ্গে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, এই টেকনোক্র্যাট কমিটি সরাসরি তার নেতৃত্বাধীন আন্তর্জাতিক বোর্ডের তত্ত্বাবধানে কাজ করবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই পরিষদকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বোর্ড হিসেবে অভিহিত করেন।
মূলত গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার প্রেক্ষিতে এই প্রশাসনিক পরিবর্তনগুলো আনা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ফিলিস্তিনি বিশেষজ্ঞদের এই কমিটি এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সম্পৃক্ততা গাজা পুনর্গঠনে গতি আনবে। এই নতুন ব্যবস্থার সফলতার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধান।
নিউজ ডেস্ক : পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিক শু...
নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতির হা...
নিউজ ডেস্ক : ভেনেজুয়েলার বিশাল তেলের খনি এবং সেখান থেকে উৎপাদিত 'ভা...
নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিচালনার জন্য ১৫ সদস্য বিশিষ্ট এক...
নিউজ ডেস্কঃ ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বৃহ...

মন্তব্য (০)