• লিড নিউজ
  • জাতীয়

ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন করতে হবে: ইসি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে উল্লেখ করা হয়েছে। 

‎ইসি সচিবালয়ের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

‎ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে,  নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শন নিশ্চিত করতে হবে। উক্ত ব্যানারে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত লিখিত প্রস্তাবসমূহ সুষ্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য, গণভোট সম্বলিত ব্যানারের নমুনা নির্বাচন কমিশন কর্তৃক প্রণয়ন করা হয়েছে, যা জনসংযোগ অধিশাখা হতে সরবরাহ করা হবে। নমুনা অনুযায়ী ব্যানার (পরিবেশবান্ধব) সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার স্থানীয়ভাবে মুদ্রণ করে ভোটকেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের নিকট সরবরাহ করবেন। প্রিজাইডিং অফিসার প্রতিটি ভোটকেন্দ্রের দৃশ্যমান স্থানে কমপক্ষে একটি ব্যানার প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ সকল ব্যানার মুদ্রণের জন্য সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করা হবে।’

‎প্রিজাইডিং অফিসার কর্তৃক ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে ভোটগণনার বিবরণী প্রেরণ: গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩৬ এর দফা ১৫ এর বিধান অনুসারে প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্র হতে সরাসরি ডাকযোগে নির্বাচন কমিশনে জাতীয় সংসদ ও গণভোটের ভোটগণনার বিবরণীর এক কপি প্রেরণ করবেন। এজন্য প্রতি ভোটকেন্দ্রে ২টি করে বিশেষ খাম সরবরাহ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রয়োজনীয় সংখ্যক মুদ্রিত খাম রিটার্নিং অফিসারগণের নিকট প্রেরণ করা হবে।

‎বিশেষ খাম নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর জন্য পোস্ট অফিসসমূহ যাতে ২৪ ঘন্টা খোলা রাখা হয়, সেজন্য ডাক বিভাগকে বিশেষ নির্দেশনা প্রদান করা হবে।

মন্তব্য (০)





image

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে...

image

অতিরিক্ত আলোকসজ্জা ও ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহারে বিরত থাক...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এ...

image

গাছ রোপণ শুধু পরিবেশ নয়, গ্রামীণ সামাজিক নিরাপত্তার অংশ: ...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,...

image

দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণার কোনো ব...

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপ...

image

সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি: ...

নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত ...

  • company_logo