ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আগুনে সব হারিয়ে যখন দিশেহারা কৃষক আব্দুল হাই (৬৫) তখন একগুচ্ছ সরকারি সহায়তা নিয়ে হাজির সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্তা ব্যক্তিরা। বুধবার নওগাঁ সদর উপজেলা হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতগাড়ী গ্রামে ওই কৃষকের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ অর্থসহ প্রায় ৬লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।
এমন দুর্ঘটনার খবর জানার পর বৃহস্পতিবার বিকেলে দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের তাৎক্ষনিক সহায়তা তহবিল (জিআর) শাখা থেকে চার প্যাকেট শুকনো খাবার ও কম্বল পৌছে দেয়া হয়েছে। এছাড়া দ্রুতই ঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। আগামীতে ওই পরিবারের জন্য আরো সহায়তা প্রদান অব্যাহত রাখা হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন।
ভুক্তভোগী কৃষক আব্দুল হাই জানান, টিন শেডের বাড়িতে ৪টি কক্ষ। যেখানে দুই ছেলে, দুই মেয়ে ও নাতনীসহ ৮ সদস্য নিয়ে বসবাস করতেন তিনি। বুধবার সকালে খাবার খেয়ে যে যার মতো কাজে বেরিয়ে যায়। দুপুরের দিকে প্রতিবেশীরা ফোন করে জানায় তার বাড়িতে আগুন লেগেছে। এরমধ্যে আগুনে সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। দুইটি গরু বিক্রির আড়াই লাখ টাকাও বাড়িতে রাখা ছিল। বাড়ির আসবাবপত্র, লেপ তোষক, জামা-কাপড়, ড্রামে থাকা ৯০ কেজি চাল, ৫বস্তা গরুর খাবার ও ৩বস্তা সারসহ গরু বিক্রির নগদ টাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব মিলিয়ে প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষকের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক জানান বর্তমানে তাদেরকে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। পরনে যে পোশাক ছিলো সেটা ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। প্রতিবেশীদের দেওয়া খাবার খেতে হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছ থেকে শুকনো খাবারসহ বিভিন্ন উপকরণ পাওয়া গেছে যা প্রয়োজনের তুলনায় কম। তারপরও এমন সহায়তা প্রদান করায় সরকারের প্রতি কৃতজ্ঞ। সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ইতোমধ্যে শুকনো খাবার ও কম্বল দিয়ে সহযোগিতা করা হয়েছে। দ্রুতই ১২ হাজার টাকাসহ ঘর মেরামতের জন্য ৬বান্ডিল টিন দিয়ে সহযোগিতা করা হবে। এমন দুর্ঘটনার শিকার যে কোন পরিবারকে সরকারি সহায়তা প্রদান করতে তারা বদ্ধ পরিকর। এছাড়া জেলা প্রশাসক স্যারের নিদের্শনা মোতাবেক ছিন্নমূল, ভবঘুরে, অসহায় ও খেটে খাওয়া শ্রমজীবী শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। যতদিন শীতের তীব্রতা অব্যাহত থাকবে ততদিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।
নিউজ ডেস্ক : জরুরি মেরামত ও সংস্কারকাজ পরিচালনার জন্য শনিবার (১০ জানুয়ার...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ...
দিনাজপুর প্রতিনিধি : আগামী ১২ জানুয়ারী বিএনপির চেয়ারপার্সন ত...

মন্তব্য (০)