ফাইল ছবি
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ হেভিওয়েট প্রার্থীরা ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
তবে, ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। বাতিলের পর এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দেন তিনি।
ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনেও মনোনয়নপত্রের বৈধতা পান।
অপরদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।
ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। দাখিলকৃত তথ্যাদি ও হলফনামা পর্যালোচনা শেষে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য আইনগত দিক বিবেচনা করে ইশরাক হোসেনের প্রার্থিতা গ্রহণ করেন।
ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসনের প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
ঢাকা-১৩ ও ঢাকা-৬ আসনে মনোনয়নপত্রে বৈধতা পান যথাক্রমে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও জামায়াতের আব্দুল মান্নান।
ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী। এ আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ূমের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
তফশিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আগামীকাল।
ঢাকার বিভিন্ন আসনের জন্য মোট ২৩৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এগুলোর যাচাই-বাছাই চলছে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় এবং আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে।
হলফনামার তথ্য বিশ্লেষণ ও প্রার্থিতার যোগ্যতা বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ বা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজ ডেস্কঃ ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি ...
নিউজ ডেস্কঃ যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব...
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ...
নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি...
নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত...

মন্তব্য (০)