ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে এই আসনে বিএনপি জোটের প্রার্থী তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী দেখা যায়, সাকির তুলনায় তার স্ত্রীর বাৎসরিক আয় ও স্থাবর সম্পদের পরিমাণ বেশি।
জোনায়েদ সাকি পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘প্রকাশক’ এবং তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় ‘শিক্ষক ও আলোকচিত্রী’।
জোনায়েদ সাকির স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রামে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। তার বাবার নাম মৃত মো. ফজলুর রহমান এবং মায়ের নাম মাসুদা খানম।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় জোনায়েদ সাকি উল্লেখ করেন, তিনি বছরে মোট ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা আয় করেন। এর মধ্যে ব্যবসা থেকে ১ লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা আয় করেন।
তার স্ত্রীর বাৎসরিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ থেকে ভাড়া বাবদ ৪ লাখ ৮০ হাজার ৪০০ টাকা, সঞ্চয়পত্র থেকে ৩ লাখ ১০ হাজার ৩৬৯ টাকা, পেশা থেকে ৬ লাখ ৯০ হাজার টাকা এবং বাড়ি ও দোকান ভাড়া থেকে বছরে ৮ লাখ ২৮ হাজার টাকা আয় করেন।
স্থাবর সম্পদের মধ্যে জোনায়েদ সাকির নামে ১১ একর অকৃষি জমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। তার স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ শতাংশ কৃষিজমি রয়েছে। পাশাপাশি তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। একই সময়ে তার স্ত্রীর আয়কর রিটার্ন অনুযায়ী মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।
এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।
নিউজ ডেস্ক : সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খা...
নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে র...
নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জ...
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্...
নিউজ ডেস্ক : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশের স...

মন্তব্য (০)