ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নমাজে জায়নাজায় রাজধানীতে উপস্থিত হতে না পারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাগলপারা বি, এন. পি ছাড়া আম জনতা তথা সাধারন মুসল্লিগন চট্টগ্রামের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় অংশ নেন ।
চট্টগ্রামের যে সব জায়গায় গায়েবানা জানাজা অনুষ্টিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো- জমিয়তুল ফলাহ জামে মসজিদ চট্টগ্রাম- ৩১ ডিসেম্বর বিকেল তিনটায় বি,এন পি ও অংগ সংগঠন ছাড়া ও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে গায়েবানা জানাজা অনুষ্টিত হয় চট্টগ্রামের প্রসিদ্ধ মসজিদ জমিয়তুল ফলাহ ময়দানে।
এতে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। রাংগুনিয়া উপজেলা--উ: রাংগুনিয়া উচ্চ বিদ্যালয় ময়দান, মোগলের দিঘীর পাড় তৈয়বিয়া তাহেরীয়া মির্জা হোসাইনয়া মাদ্রাসা মাঠ, পোমরা শান্তিরহাট ইদগাহ মাঠে বিকেলে ওবাইদুল আজাদীর ইমামতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অংগ সংগঠন ও সাধারন মানুষের উপস্থিতিতে গায়েবানা জানাজা অনুষ্টিত হয়।
রাউজান উপজেলা- রাউজান কলেজ জামে মসজিদ ময়দানে বিকেলে জানাজার নমাজ অনুষ্টিত হয়।
মিরসরাই-উপজেলা- মিঠানালা ও মঘদিয়ায় বি,এন পি ও স্থানীয় জনসাধারনের আয়োজনে মালিইয়াইশ স্কুল ময়দানে গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। এতে ইমামতি করেন, হাফেজ মাওলানা আবদুর রহমান।
সাতকানিয়া উপজেলা- কেরানী হাট সাতকানিয়া মডেল মসজিদ মাঠে বিকেলে গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। মডেল মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান ইমামতি করেন।
এদিকে বি,এন পি নেতা খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম-৪ আসনের বি,এন পির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর নিজ বাস ভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন , তাছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র পদপ্রার্থী শফিকুল ইসলাম রাহী সি,আই পি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন বলে জানা যায়।
অন্যদিকে চন্দনাইশ সাংবাদিক সমিতির প্রতিষ্টাতা মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদেরের উদ্যোগে সাংবাদিক সমিতি চন্দনাইশের অফিসে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আতœার মাগফেরাতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন, দৈনিক আজকের সংবাদের চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক আবুল হাসেম, প্রবীন সাংবাদিক এম,এ মুবিন, দৈনিক নীলকথার চট্টগ্রাম প্রতিনিধি হামিদুর রহমান, সাংবাদিক এম,হাফিজ ,সাংবাদিক মোকতার আহমদ দৈনিক অধিকরনের প্রতিনিধি আমিনুর রহমান প্রমুখ।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিস্ফোরক মামলায় ...
মাগুরা প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলা কার্...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খাল...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...

মন্তব্য (০)