ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রেস ক্লাবে মাসিক আলোর পথের অর্ধযুগ পুর্তি উপলক্ষে সুফি সম্মেলন গুনিজন সবংর্ধনা ও হামদ নাত রাছুল (স) এবং আলোকিত লেখক সম্মেলন ২৯ ডিসেম্বর ইন্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন,চুনতি ১৯ দিন ব্যাপি সীরত মাহফিলের সাংগঠনিক সম্পাদক ও শাহ ছাহেব (র) এর দৌহিত্র শাহজাদা আলহাজ মাওলানা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
অনুষ্টানে চিকিৎসা সেবায় অবদানের ডা: ফারুক আহমদ ফারুককে .দ্বীনি শিক্ষা প্রসারে হাফেজ আমান উল্লাহ,সমাজ সেবায় আবদুল আবদুল মন্নান ও আন্তর্জাতিক পর্যায়ে আবদানে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষে প্রকৌশলী নাসির উদ্দিন কে আলোর পথে ও হযরত হাফেজ আহমদ(র) স্বর্নপদক ২০২৫ এবং সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষক আবু দাউদ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন,বায়তুশ শরফ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম,,অধ্যক্ষ মুহাম্মদ হারুনুর রশিদ ,শাহজাদা সৈয়দ মুহাম্মদ সিরাজদৌল্লাহ,এইচ,এম, মাহবুবুল হক, এড ,কে,এম,নজমুল হক সিকদার,শাহজাদা মোহাম্মদ হোছাইন, ডা: রমিজ উদ্দিন ও কবি হানিফ মন্নান।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, অধ্যাপক লুৎফুল কাদের ,অধ্যাপক হামিদ হোসেন সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী, চাটগার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মো: গোলাম নবী, ইতিহাসবীদ সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, সাইফুদ্দিন মুহাম্মদ তারেক , মাওলানা আরিফ,কবি এম, হাফিজ,সাংবাদিক মুহাম্মদ আলী রাশেদ সহ বিভিন্ন দরবারে সুফি সাধক,শিক্ষাবীদ, সাংবাদিক ,চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবিগন।
বক্তারা বলেন, রাছুল (স) এর সময়কালের সৃষ্টি সুফিয়ানে কেরাম,যাদের ধারাবাহিকতায় আজৌ তৈরী হচ্ছে সোনার মানুষ। সুখী সমৃদ্ধশালী সুশৃংখল সমাজ বিনির্মানে নবী-রাছুলের পরে সুফি সাধকের ভুমিকা অপরিসীম।
জাহেরী ইলমের পাশাপাশি বাতেনী উলমের চর্চা খুবই প্রয়োজন। ফরজি ইবাদোত সহ এ বাতেনী ইলমের মাধ্যমে আল্লাহ ও রাছুল(স) এর রেজামন্দি হাছিল করা সম্ভব। মাসিক আলোর পথের সম্পাদক সোহেল তাজ সহ অনুষ্টানের আয়োজক মন্ডলীগন জাতির এ ক্রান্তি লগ্নে এ ধরনের সুফি সম্মেলন একটি যুগান্তকারী পদক্ষেপ। মসজিদে বায়তুল্লাহর খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল এর কন্ঠে পবিত্র মিলাদ কেয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন,শাহজাদা মাওলানা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত।
মাগুরা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়ত...
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভা...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন পরিচা...
নীলফামারী প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২...

মন্তব্য (০)