ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ১৭ বছরের বেশি সময় ধরে বিদেশে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিরাপত্তায় কোনও ফাঁকফোকর না রেখে পুরো এলাকাজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানবন্দরের ভেতরে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কেউ যেন প্রবেশ করতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তখন সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
বেবিচক আরও বলছে, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা ঠিক রাখতেই এই সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে।
বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন।
নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার(২৭ ডিস...
নিউজ ডেস্কঃ নির্বাচনী ব্যয় কমাতে না পারলে দুর্নীতিও কমানো যা...
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চরিত্র আতাউর রহম...
নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায...
নিউজ ডেস্কঃ রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্য...

মন্তব্য (০)