• জাতীয়

১৩২৭ টি-শার্ট, ৫৮৩ শাড়িসহ বেনজীরের জব্দকৃত বিপুল পণ্য ত্রাণ তহবিলে জমা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন গুলশানের চারটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে জব্দকৃত বিপুল পরিমাণ পণ্য সরকারি ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে এসব মালামাল নিলাম না করে জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

‎দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ত্রাণ ভান্ডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। আদালতের আদেশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে জব্দকৃত মালামাল নষ্ট না হয় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়ানো যায়।

‎গুলশানের ‘র‍্যাংকন আইকন টাওয়ার’-এর চারটি ফ্ল্যাট থেকে মোট ৫৮৩টি শাড়ি, ১১৮টি পাঞ্জাবি, ১১৯টি শার্ট, ১২৮টি পুরুষ প্যান্ট, ৩৩৫টি লেডিস প্যান্ট এবং ১,৩২৭টি টি-শার্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে। এছাড়া জুতা, স্যান্ডেল ও কেডস মিলেছে ১৭৯টি।

‎রান্নাঘর ও স্টোর থেকে দামি ইলেকট্রনিক পণ্য যেমন ওভেন, এয়ার ফ্রায়ার, বার্নার, কর্ডলেস ফোন এবং ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া গেছে। একটি ফ্ল্যাটের নামাজখানায় ৩২টি আতর, ১১টি জায়নামাজ এবং ৪৮টি তসবিহও জব্দ হয়েছে। পুলিশের লোগোযুক্ত মগ, ট্রাভেল ট্রলি ও বিভিন্ন শোপিসও তালিকাভুক্ত রয়েছে।

‎দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে একটি তিন সদস্যের কমিটি মালামাল গ্রহণ ও হস্তান্তরের কাজ সম্পন্ন করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, নিলামের জন্য কিছু নমুনা রাখা হয়েছে, বাকী সকল কাপড়, তৈজসপত্র এবং পচনশীল নয় এমন সামগ্রী প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডারে সংরক্ষণ করা হয়েছে। 

‎ডিসি-এসপিদের সিইসির কঠোর নির্দেশ
‎দুদক জানায়, আবাসিক এলাকায় নিলামের নিরাপত্তাজনিত ঝুঁকি এবং মালামালের নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় এসব পণ্য সরাসরি ত্রাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

নিউজ ডেস্ক : দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে ...

image

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ ...

নিউজ ডেস্ক : অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন...

image

ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আম...

image

রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মর...

image

নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেটের সংখ্যা ব...

  • company_logo