ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের উত্তর বাংলা সারস্বত আশ্রমে প্রায় ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণে এই প্রার্থনা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাংলা সারস্বত আশ্রমের অধ্যক্ষ ও দীক্ষাচার্য্য শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, উত্তর বাংলা সারস্বত আশ্রম কমিটির সহ-কোষাধ্যক্ষ জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, নব-বৃন্দাবন হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক সমর দাস, মুকুন্দ গোসাই আশ্রমের সভাপতি মনীন্দ্রনাথ মহন্ত, অধ্যাপক অনিল চন্দ্র পাল, দীপক চন্দ্র রায়, এ্যাড. চিত্তরঞ্জন বসাক, জয়ন্ত সরকার, কার্ত্তিক চন্দ্র রায় ও খোকন রায়।
আয়োজন প্রসঙ্গে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস জানান, বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ ও ধর্ম, বর্ণ, নির্বিশেষে সাধারণ জনগণের নেত্রী। তাকে বগুড়ার সনাতনীরা অন্তর থেকে ভালবাসেন কারণ তিনি এই অঞ্চলের সনাতন ভক্তবৃন্দের কোন চাওয়া পাওয়া কোনদিন অপূর্ণ রাখেন নি। শুধু তাই নয় বছরের পর বছর যে মানুষটি জেল, জুলুম ও অত্যাচারের শিকার হয়েও নিজের দেশ ত্যাগ করেননি বরং আমৃত্যু এই দেশের জনগণের সেবায় কাজ করে যাওয়ার ব্রত করেছিলেন সেই আপোষহীন নেত্রী আজ মৃত্যুশয্যায় যে খবরে সারা দেশের কোটি জনতা আজ ব্যথিত। বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া দেশের বর্তমান পরিস্থিতিতে একজন বটবৃক্ষ হয়ে রয়েছেন। তাই তার শারিরিক এই পরিস্থিতিতে তার দ্রুত সুস্থতা কামনা করে তাদের এলাকার সকল মন্দির ও আশ্রমে বিগত কয়েকদিন ধরেই প্রার্থনা চলমান রয়েছে।
শুক্রবার উত্তর বাংলা সরস্বত আশ্রমে সেই ধারাবাহিকতাতেই দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনাসহ সার্বিক কল্যাণের লক্ষ্যে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয় যা প্রতিদিন চলমান থাকবে।
বগুড়া প্রতিনিধি : ৫ ডিসেম্বর আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিব...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ঢাকা থেকে বেনাপোল গামী &q...
ঝিনাইদহ প্রতিনিধি : বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র নীলটুলি এলাকা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)