• আন্তর্জাতিক

ট্রাম্প-মামদানি বৈঠক আজ, আলোচনা যা নিয়ে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বসছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আজ শুক্রবার (২১ নভেম্বর) বৈঠকে বসবেন তারা। নির্বাচনে জেতার পর ট্রাম্পের সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক।

বৈঠকে জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মামদানি। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনী তিক্ততার পরও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এই বৈঠকটি স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে। মূলত নির্বাচনী প্রচারণার সময় দুজনই একে অপরকে কটাক্ষ করেছিলেন।

৩৪ বছর বয়সি মামদানি চলতি মাসের শুরুতে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে নয় পয়েন্টের ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেন। নির্বাচনের আগে নিউইয়র্কের বাইরে তিনি খুব পরিচিত ছিলেন না, কিন্তু এখন তিনি জাতীয় পর্যায়ে পরিচিত হয়ে উঠেছেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘কমিউনিস্ট মেয়র’ হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ করেছেন এবং ওভাল অফিসে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

পরে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মামদানি জানান, বৈঠকে জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দেব— নিউইয়র্কবাসীর উপকারে আসবে এমন যেকোনো ইস্যুতে আমি তার সঙ্গে কাজ করব। আর কোনও এজেন্ডা নিউইয়র্কের ক্ষতি করলে, সেটাও প্রথমে আমিই বলব।’

মামদানির মুখপাত্র ডোরা পেকেক জানান, দায়িত্ব নিতে যাওয়া প্রশাসনের জন্য প্রেসিডেন্টের সঙ্গে এই ধরনের বৈঠক স্বাভাবিক প্রক্রিয়া।

 

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ফয়সালাবাদের একটি গ্লু নির্মাণ...

image

কেন সৌদি আরবকে ‘নন-ন্যাটো মেজর অ্যালাই’ ঘোষণা করল যুক্তরা...

নিউজ ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের ...

image

নিউইয়র্কে এলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এ...

image

ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় সফরে তিন দিনের জন্য বাংলাদেশে আসছেন ভুটানের প্রধা...

image

‎ভারতের কাছে ৯৩ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্...

নিউজ ডেস্কঃ ভারতের কাছে ৯২ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের...

  • company_logo