• শিক্ষা

ভূমিকম্প আতঙ্কে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

‎এই ভয়াবহ ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলের বেশ কয়েকজন শিক্ষার্থী ভবন থেকে নিচে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন।

‎আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদার পা ভেঙে গেছে। তিনি হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছিলেন।

‎এছাড়াও হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আরও তিনজন শিক্ষার্থী আহত হন। হাজী মুহসিন হলের চারতলা থেকেও লাফ দেওয়ার ঘটনা ঘটে, যেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী আহত হন।

‎আহত সকল শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ভূমিকম্পের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে যায়।

‎অন্যদিকে, শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে এবং ফাটল দেখা দিয়েছে।

‎বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

‎অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এর প্রভাবে ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায়ও এই ভূমিকম্প অনুভূত হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

মন্তব্য (০)





image

‎জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রোবব...

image

প্রাথমিক শিক্ষকের এক পদের জন্য লড়বেন ৭৫ প্রার্থী, জরুরি ন...

নিউজ ডেস্ক : আগামী ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নি...

image

যেভাবে ডাউনলোড করবেন প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ...

image

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব ...

image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপে আব...

  • company_logo