ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। ক্যানসার, হার্ট, কিডনি, জটিল ফুসফুস ও লিভার রোগ, সংক্রামক রোগসহ নানা জটিল অসুস্থতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।এছাড়া গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
সোমবার (১৭ নভেস্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর অসুস্থ হজযাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও কার্যকর করা হয়েছে। এ ক্ষেত্রে ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিডনি রোগ বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা, হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত রোগীরা, গুরুতর স্নায়ু ও মানসিক অসুস্থতা, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া বা গুরুতর প্রতিবন্ধিতা আক্রান্ত ব্যক্তিরাও হজে অংশগ্রহণ করতে পারবেন না।
তা ছাড়া আলঝেইমার, মৃগীরোগ, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর ও অন্তঃসত্ত্বা নারীরাও হজে অংশ নিতে পারবেন না। ক্যানসার রোগীদের জন্যও একই নিষেধাজ্ঞা থাকবে।
দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থদের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সৌদি মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে।
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্...
নিউজ ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) আগামী সপ্ত...
নিউজ ডেস্ক : যুক্তরাজ্য সরকার শরণার্থী নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন...
নিউজ ডেস্ক : তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য উ...

মন্তব্য (০)