ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার কর্মকর্তাকে ওএসডি করেছে। দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন- ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন ও কর্মকর্তা সারফরাজ বাবু।
এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বোর্ড অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি জাহানারার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।
এ ঘটনার তদন্তে গত ৮ অক্টোবর (শনিবার) বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
বিসিবি জানিয়েছে, তদন্ত কমিটি দ্রুত বিষয়টি যাচাই করে প্রতিবেদন দেবে এবং প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্পোর্টস ডেস্ক : ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে এবার আয়োজিত হতে য...
স্পোর্টস ডেস্ক : ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শুরুর ৬ মাস আগে দারুণ এক ঘোষণা দিয়েছ...
স্পোর্টস ডেস্ক : রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াডের সেঞ্চুরি। ওয়ান...

মন্তব্য (০)