ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মিশরের প্রাচীন রাজধানী ফুস্তাতে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন-এ মানব ইতিহাসের এক অমূল্য নিদর্শন—একটি সম্পূর্ণ মানব কঙ্কাল প্রদর্শিত হচ্ছে। যার বয়স আনুমানিক ৩৫ হাজার বছরেরও বেশি। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত মিশর ও সমগ্র আফ্রিকা মহাদেশের অন্যতম প্রাচীন মানব দেহাবশেষ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই কঙ্কালটি আবিষ্কৃত হয়েছিল সোহাগ প্রদেশের নাজলেত খাতের এলাকায়, যা নীলনদের উপত্যকার নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান অনুযায়ী, কঙ্কালটি একজন তরুণ ও শারীরিকভাবে সবল পুরুষের, যিনি প্রাগৈতিহাসিক যুগে শিকার ও খাদ্য সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।
আবিষ্কারের স্থানে পাওয়া গেছে অত্যন্ত নিপুণভাবে তৈরি পাথরের সরঞ্জাম ও অস্ত্র, যা নির্দেশ করে—সেই সময়ের মানুষ কেবলমাত্র শিকারি নয়, বরং তারা ছিল কারিগরি দক্ষতায় পারদর্শী ও বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। এসব প্রমাণ করে যে, আধুনিক মানুষের পূর্বপুরুষ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ইতিমধ্যেই আফ্রিকার এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল।
বিশেষজ্ঞদের মতে, এই কঙ্কালটি মানব সভ্যতার বিকাশ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করে। এটি দেখায়, ফেরাউনদের যুগের বহু হাজার বছর আগেই নীলনদের তীরে মানুষ বসতি স্থাপন করেছিল, গড়ে তুলেছিল সামাজিক কাঠামো ও জীবনের প্রাথমিক রূপরেখা।
বর্তমানে কঙ্কালটি ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন-এর প্রাগৈতিহাসিক বিভাগে প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীরা সেখানে মানব বিবর্তনের এক জীবন্ত সাক্ষ্য দেখতে পাচ্ছেন—এক নিঃশব্দ বার্তা, যা জানায় মানবতার শেকড় কত গভীরে প্রোথিত এই প্রাচীন মিশরের বালুকাবেলায়।
নিউজ ডেস্ক : রাশিয়ার ব্যাপক রাতভর বিমান হামলার পর ইউক্রেনজুড়ে বড় ধরনের ব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অ...
নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদা...
আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রামের ম...
নিউজ ডেস্কঃ ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের শাটডাউনের (...

মন্তব্য (০)