ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ৪৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বিপিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ১৭ অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে।
৪৪ তম বিসিএসের ফল গত ৩০ জুন প্রকাশ করা হয়েছিল। তবে ওই ফলে সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্ত কিছু প্রার্থীর মধ্যে ৩০৩ জন লিখিত ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, তারা বর্তমান কর্মরত একই ক্যাডার পদে বা তার চেয়ে নিম্ন কোনো পদে যোগদান করবেন না।
বিপিএসসি জানায়, বিধি অনুযায়ী এসব প্রার্থীর মধ্যে ২৬০ জনের মনোনয়ন থেকে বিরত থাকা হয়েছে। তবে কর্মরত ক্যাডারের চেয়ে উচ্চ পছন্দের পদে যোগ্য ৪৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
একইসঙ্গে উদ্ভূত শূন্যপদে মেধাক্রম অনুসারে নতুন করে ২৫৭ জন প্রার্থীকে নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া পদের মেধাতালিকায় যোগ্য প্রার্থী না থাকায় ২৬০টি পদ শূন্য থেকে গেলেও নতুন ২৫৭ জন প্রার্থী সাময়িক মনোনয়ন পেয়েছেন বলে কমিশন জানিয়েছে।
অন্যদিকে, বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর—১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯) অনুকূলে দেওয়া ‘প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ’ ক্যাডারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বিপিএসসি আরও জানায়, সংশোধিত বিধি ১৭(৩)-এর ক্ষমতাবলে ৪৪ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতকৃত মেধাক্রম এবং প্রচলিত কোটা বিধান অনুসরণ করে সম্পূরক ফল প্রস্তুত করা হয়েছে। এতে ১,৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে মোট ১,৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিস্তারিত ফল বিপিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা...
নিউজ ডেস্ক : রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টে...
নিউজ ডেস্ক : চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি ...
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছে...
নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে ...

মন্তব্য (০)