• অর্থনীতি

পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে এলো নিষিদ্ধ পণ্য

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তান থেকে দুটি কনটেইনারে আসার কথা ছিল ৩২ টন পাখির খাবার। তবে সেখানে ‍লুকিয়ে চালান করা হচ্ছিল ২৫ টন পপি বীজ। গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা আমদানি-নিষিদ্ধ পণ্যটির ওই চালান জব্দ করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। অঙ্কুরোদগম উপযোগী পপি বীজ ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। পাখির খাদ্য হিসেবে পাকিস্তান থেকে আনা হচ্ছিল এই পণ্য।

কাস্টমস জানায়, চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং এই চালানটি আমদানি করে। আমদানি নথিতে ৩২ টন পাখির খাদ্য আমদানির তথ্য ছিল। দুই কনটেইনারের চালানটি চট্টগ্রাম বন্দরে নামানো হয় গত ৯ অক্টোবর। এরপর খালাসের জন্য বেসরকারি ডিপো ছাবের আহম্মেদ টিম্বার কোম্পানি লিমিটেডে নেওয়া হয়।

এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা চালানটির খালাস স্থগিত করেন এবং পরীক্ষা করার উদ্যোগ নেন। ২২ অক্টোবর কনটেইনার দুটি খোলা হয়। উদ্ধার পণ্যের নমুনা তিনটি পরীক্ষাগারে পাঠিয়ে কাস্টমস কর্মকর্তারা পপি বীজ সম্পর্কে নিশ্চিত হন। এতে সাত টন পাখির খাবার ও ২৫ টন পপি বীজ পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারে মুখে পাখির খাদ্য দিয়ে ভেতরে পপি বীজ ঢেকে রেখে কৌশলে আমদানি করা হয়। পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২৪-এর অনুচ্ছেদ ৩(১)(খ) অনুসারে আমদানি-নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পপি বীজ। তবে দেশে পপি সিডকে ‘পোস্তদানা’ মসলা হিসেবে রান্নায় ব্যবহার করা হয়।

পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু কায়িক পরীক্ষণে প্রাপ্ত পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এসব পণ্য আমদানিতে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

নিউজ ডেস্ক : নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্...

image

‎৩ বছর বাড়ছে মেট্রোরেল প্রকল্পের মেয়াদ, ব্যয় কমবে ৭৫৫ কোট...

নিউজ ডেস্কঃ সহসাই কমলাপুর যাচ্ছে না মেট্রোরেল। ৩ বছর বা...

image

পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, চূড়ান্ত ...

নিউজ ডেস্ক : দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন &ls...

image

‎দেশের আর্থিক খাত দৃশ্যমান অগ্রগতি অর্জন করছে: গভর্নর

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর...

image

‎নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ২৭.৯ শতাংশ

নিউজ ডেস্কঃ চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয়ের প্রবাহে শক...

  • company_logo