• লিড নিউজ
  • জাতীয়

খাদ্য উৎপাদন বাড়ায় আমদানি কমেছে: খাদ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি বছরে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এই মজুদের পরিমাণ অন্য বছরের তুলনায় বেশ সন্তোষজনক। এর কৃতিত্ব দেশের কৃষকদের। গত মওসুমে দেশে পর্যাপ্ত ধানসহ খাদ্য শস্যের উৎপাদন ভাল হয়েছে। খাদ্য উৎপাদন বাড়ায় আমদানি কমেছে।

সোমবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের অংশগ্রহণে খাদ্যবান্ধব কর্মসূচি ও চলতি আমন সংগ্রহ প্রস্তুতি অভিযানের বিষয়ে নির্দেশনামূলক এক সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, গত মৌসুমে তুলনামূলকভাবে খাদ্য উৎপাদন বেড়েছে। এ কারণে বিদেশ থেকে খাদ্য আমদানির পরিমাণ কিছুটা কমেছে। তবে আমরা জেনেছি খাদ্য উৎপাদনের ব্যয় বেড়েছে বিভিন্ন কারণে। গত বোরো মওসুমে আমরা প্রতি কেজি ধান ও চালের দাম সরকারিভাবে ৪ টাকা করে বাড়িয়েছি। এতে কৃষকেরা উপকৃত হয়েছেন। চলতি আমন সংগ্রহ মওসুমেও ধান চালের উৎপাদন খরচ বিবেচনা করে সরকারিভাবে সংগ্রহ মূল্য নির্ধারণ করা হবে। তিনি যেকোনো মূল্যে চলতি আমন মওসুমে ধান চাল সংগ্রহ অভিযান সফল করার নির্দেশ দেন।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে। গত চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি আগামীতেও চলমান থাকবে।

পাশাপাশি বোরো আবাদ সফল করতে সার ও সেচ নিশ্চিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আসন্ন বোরো মওসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্যভাণ্ডার হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, এই অঞ্চলে খাদ্য উৎপাদন ও মজুদ দুটোই এবার পর্যাপ্ত থাকবে। নিম্নআয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে। দুই একটি ঘটনা এর ব্যতিক্রম। খাদ্য দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ইতোমধ্যে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশে চালের ব্যাপক চাহিদা থাকায় কিছু পরিমাণ আমদানি করতে হচ্ছে। এখন চাল শুধু মানুষের খাবার নয়, পশু-পাখি, গরু-ছাগল ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। এ বছর সর্বোচ্চ চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে।

সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাঈনুদ্দীনসহ বিভিন্ন জেলার ডিসি-ফুডগণও উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না: ডি...

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...

image

যেসব জেলায় ভারি বর্ষণের আভাস

নিউজ ডেস্ক : সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্...

image

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে &lsqu...

image

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

নিউজ ডেস্ক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগু...

image

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল ইসি

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে &lsqu...

  • company_logo