• রাজনীতি

এনসিপি ছাড়ছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আহম্মদ হামীম রাহাত

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের খুলনার অন্যতম সম্মুখ যোদ্ধা এবং অভ্যুত্থান-পরবর্তী খুলনার রাজপথের অতি পরিচিত মুখ আহম্মদ হামীম রাহাত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে যাচ্ছেন, এমন জোরালো গুঞ্জন রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। তিনি বর্তমানে এনসিপি খুলনা মহানগরীর অন্যতম সংগঠকের দায়িত্বে রয়েছেন।

‎অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, শুধু আহম্মদ হামীম রাহাতই নন, খুলনা জেলা সমন্বয় কমিটির একাধিক নেতা ও মহানগরীর শতাধিক এনসিসি ও এনসিপি কর্মীও দল ছাড়ার বিষয়ে ভাবছেন। এতে করে খুলনায় এনসিপির সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

‎সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এনসিপিকে নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট দেন আহম্মদ হামীম রাহাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই পোস্টের মাধ্যমেই তার দল ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়।

‎রাহাত তার ফেসবুক পোস্টে লেখেন, 'জুলাই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ব্যক্তি ও দলনিরপেক্ষতা। লক্ষ লক্ষ মানুষ কোনো বিশেষ দলের জন্য নয়, বরং বৈষম্য দূরীকরণ ও সুশাসনের দাবিতে রাজপথে নেমেছিল। কিন্তু পরবর্তীতে কিছু নেতা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও তারকাখ্যাতি অর্জনের হাতিয়ার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিকে ব্যবহার করেন।'

‎তিনি আরও লেখেন, 'মাঠপর্যায়ের কর্মীদের মতামত ছাড়াই হঠাৎ করেই এনসিপি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেখা দেয় অভ্যন্তরীণ বিভেদ, ক্ষমতার প্রতিযোগিতা, অর্থনৈতিক অস্বচ্ছতা এবং তৃণমূল নেতৃত্বে অবমূল্যায়ন। ফলে এনসিপি দ্রুতই সাধারণ মানুষের আস্থা হারায় এবং আন্দোলনের গণভিত্তি ক্ষয় হতে থাকে।'

‎এ বিষয়ে রাহাতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এনসিপির অনেক নেতা অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তারা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন। এসব বিষয় নিয়ে আমি শিগগিরই দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলব। দল ছাড়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমি খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে খুলনায় এনসিপির বর্তমান কার্যক্রমে আমি মোটেও সন্তুষ্ট নই।'

মন্তব্য (০)





image

দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন: মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক : পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রা...

image

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক র...

নিউজ ডেস্ক : বিএনপি ক্ষমতায় যেতে পারলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দ...

image

সব দলকেই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক : ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে ...

image

‎শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার খুব বেশি পার্থক্...

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থার সঙ্গে গত...

image

‎সব দলকেই নির্বাচনে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

নিউজ ডেস্কঃ ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থ...

  • company_logo